পরকীয়ায় মজে নিজের জীবনের সকল সত্য সমস্ত সম্পর্ক ভুলে যায় মানুষ। দিনে দিনে বেড়েই চলেছে পরকীয়ার জেরে অপরাধের সংখ্যা। এবারের ঘটনাটি শুনলে আঁতকে উঠবেন। স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক জানতে পাড়ায় স্বামীকে জ্যান্ত পুড়িয়ে মারল স্ত্রী। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে আরামবাগে। মৃত ব্যক্তির নাম লক্ষ্মী প্রামাণিক।
তিনি চেন্নাইয়ে এক সোনার দোকানে কাজ করতেন। কিছুদিন আগে লক্ষ্মীর আরামবাগের বাড়ি থেকে তার স্ত্রী ময়না, ঝন্টু দলুই নামে এক যুবকের সঙ্গে পালিয়ে যায়। খবর পেয়ে চেন্নাই থেকে ছুটে আসেন লক্ষ্মী। স্ত্রীকে বুঝিয়ে ফিরিয়েও আনেন তিনি। এরপরই রবিবার রাতে স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে খাটের সঙ্গে বেঁধে আগুন লাগিয়ে দেন তার স্ত্রী ময়না। এই ঘটনায় অভিযুক্ত ময়না প্রামাণিক ও ঝন্টু দলুইকে গ্রেফতার করেছে পুলিশ।