ক্রিকেটখেলা

দেশের বর্তমান পরিস্থিতি সংকটময়, করোনা মোকাবিলায় সহযোগিতার বার্তা ‘বিরুষ্কার’

Advertisement

করোনা ভাইরাস আতঙ্ক উদ্বেগের একটি বড় কারণ যা পুরো বিশ্বকে আঁকড়ে ধরেছে। বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার (২২ মার্চ) COVID-19 এর বিরুদ্ধে লড়াইয়ে দেশের সকল নাগরিকদের “জনতা কার্ফিউ” পালনের জন্য দেশবাসীকে আহ্বান করেছেন। ইনস্টাগ্রামে অনু্ষ্কা শর্মা একটি ভিডিও শেয়ার করেছেন যেখানে তিনি বিরাট কোহলির সাথে এই সংকটময় সময়ে আত্ম-বিচ্ছিন্নতা অনুশীলন করে নিরাপদে থাকার জন্য দেশের সকল নাগরিকদের অনুরোধ করেছেন। অনুষ্কা শর্মা আরও যোগ করেন, করোনা ভাইরাসের বিস্তার বন্ধ করার একমাত্র উপায় হল “একসাথে সকলের সহযোগিতা”।

এর আগেই ভারত অধিনায়ক বিরাট কোহলি টুইট করেন, তিনি দেশের প্রধানমন্ত্রী যে যে বার্তাগুলি দিচ্ছেন সেগুলো সবাইকে মেনে চলার জন্য অনুরোধ করেন এবং সকলকে একযোগে এই পরিস্থিতির সাথে লড়ার জন্য আহ্বান করেন এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিতে অনুরোধ করেন। কোহলি জানান, “COVID-19 এর দ্বারা উত্থাপিত হুমকির বিরুদ্ধে লড়াই করার জন্য সজাগ, মনোযোগী ও সচেতন হন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে ঘোষণা করেছেন, আমাদের নিরাপত্তার জন্য যে নিয়মাবলী রক্ষা করা হয়েছে, সেহেতু আমাদের অবশ্যই দায়িত্ব পালন করা দরকার। এর পাশাপাশি চিকিৎসা পরিষেবার সাথে যুক্ত ডাক্তার, নার্স ও অন্যান্যদের সাথে আমরা সম্পূর্ণ সহযোগিতা করব।”

আরও পড়ুন : ফুটবল জগতের নক্ষত্রপতন, প্রয়াত কিংবদন্তি পিকে বন্দ্যোপাধ্যায়

ফরাসী ওপেন থেকে ইউরো ২০২০ পর্যন্ত বড় বড় স্পোর্টস ইভেন্টগুলির উপর মারাত্মক আঘাত হানে করোনা ভাইরাস, যার ফলস্বরূপ সেগুলি পিছিয়ে দেওয়া হয়েছিল। ভারতে, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) যা ২৯ মার্চ থেকে শুরু হতে চলেছিল, তা ১৫ এপ্রিল পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে বিশ্বে কোনো খেলাধুলা হচ্ছে না। সমস্ত খেলোয়াড়রাও সুরক্ষার জন্য নিজেদেরকে ঘর বন্দি করে রেখেছেন এবং সকলকে সচেতন হওয়ার জন্য বার্তা পাঠিয়েছেন। সম্প্রতি ভারত অধিনায়ক বিরাট কোহলি পাশাপাশি রোহিত শর্মা, অজিঙ্কা রাহানে সকলকে সুস্থ থাকার জন্য ও এই পরিস্থিতিতে মেডিকেল টিমের সাথে সহযোগিতা করার বার্তা দিয়েছেন।

 

View this post on Instagram

 

Stay Home. Stay Safe. Stay Healthy. ??

A post shared by AnushkaSharma1588 (@anushkasharma) on

Related Articles

Back to top button