করোনা ভাইরাস নিয়ে যেখানে সারা বিশ্ব বিভিন্ন সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করতে বলেছে। সেখানে ভারতে ক্রমাগত মানুষেরা তা লঙ্ঘন করে চলছে। আবারো বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও কেন্দ্রীয় সরকারের নির্দেশ লঙ্ঘন করলেন বিশ্বচ্যাম্পিয়ন মহিলা বক্সার তথা রাজ্যসভার সাংসদ মেরি কম। তিনি জর্ডনের আম্মানে অলিম্পিকের যোগ্যতা অর্জন পর্বের একটি অনুষ্ঠানে প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়েছিলেন।
১৩ মার্চ সেখান থেকে ফিরে তিনি ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকেননি। বরং ১৮ মার্চ রাষ্ট্রপতি ভবনে প্রাতরাশের অনুষ্ঠানে অংশ নেন এবং অন্যান্য সাংসদদের সাথে ছবিও তোলেন। ভারতের বক্সিং দলের কোচ মেরি কম সহ অন্যান্যদের কোয়ারেন্টাইনে থাকার কথা বলেছিলেন। কিন্তু সবাই তা মানলেও মেরি কম তা মানেননি।
আরও পড়ুন : করোনা ঠেকাতে কড়া পদক্ষেপ কেন্দ্রের, নিয়ম না মানলে ৬ মাসের জেল
কোচ জানিয়েছেন যে বক্সিং দলের যারা জর্ডানে গিয়েছিলেন তারা সকলেই কোয়ারেন্টাইন গেছেন। প্রথমে ১০ দিনের ঘরবন্দীর কথা ঠিক হলেও পরে ১৪ দিন ঠিক করা হয়। ১০ দিনের পর থেকে তিনি বক্সারদের কিভাবে অনুশীলন করতে হবে তা জানিয়ে দেবেন। কিন্তু কোচের নির্দেশ মেরি কম মানেনি, তিনি সেকথা স্বীকার ও করেছেন।
রাষ্ট্রপতি ভবনের অনুষ্ঠানে থাকা বিজেপি সাংসদ দুস্যন্ত সিংহ গায়িকা কণিকা কাপুরের সংস্পর্শে এসেছিলেন। তাই তিনিও সেলফ-কোয়ারেন্টাইন থাকবেন বলে জানিয়েছেন। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও কোয়ারেন্টাইনে থাকবেন বলে জানিয়েছেন। মেরি কম অবশ্য ওই অনুষ্ঠানে দেখা হওয়া বা হ্যান্ড-সেক করার কথা অস্বীকার করেছেন। এই ঘটনার জন্য বিতর্কে জড়িয়েছেন মেরি কম।