টেক বার্তা

করোনার জের : ‘ওয়ার্কিং ফ্রম হোম’র জন্য দুর্দান্ত প্ল্যান আনলো Jio

Advertisement

“বাড়িতে বসে কাজ” প্রস্তাবটির বাস্তবায়নের পর মুকেশ আম্বানির সংস্থা রিলায়েন্স জিও 251 টাকার একটি রিচার্জ প্ল্যান চালু করেছে। ভয়েস কলিং ও এসএমএস সুবিধা না থাকা এই প্ল্যানটির নাম দেওয়া হয়েছে “বাড়ি থেকে কাজ” রিচার্জ প্যাক। গ্রাহকেরা এই প্ল্যানটিতে 51 দিনের জন্য 102 জিবি ডেটা ব্যবহার করতে পারবেন। লক্ষণীয় ব্যাপার হলো 251 টাকার প্ল্যানটি আগে “ক্রিকেট সিজন প্যাক” নামে পরিচিত ছিল। যা প্রতি বছর আইপিএল এবং বড়সড় ক্রিকেট টুর্নামেন্টে অফার করা হয়।

এই প্ল্যানে গ্রাহকেরা প্রতিদিন 2 জিবি ডেটা ব্যবহার করতে পারবেন 51 দিনের জন্য। উদাহরণস্বরূপ আপনার যদি নিয়মিত ডেটা প্যাকে 1.5 জিবি করে পান তবে এই রিচার্জ প্ল্যান মিলিয়ে মোট 3.5 জিবি ডেটা ব্যবহার করতে পারবেন। সমস্ত ডেটা শেষ হয়ে গেলে স্পীড কমিয়ে 64kbps করে দেওয়া হবে।

করোনা আক্রান্তের জেরে বাড়িতে বসে কাজ করার সুবিধার্থে এটি জিওর দ্বিতীয় পদক্ষেপ। এর আগেও ডেটা ভাউচার গুলি সংস্করণ করে বাড়তি সুবিধা উপলব্ধ করা হয়েছে। সেগুলি হল-

11 টাকাঃ 800 এমবি ডেটা।

21 টাকাঃ 2 জিবি ডেটা + 200 মিনিট ননজিও কল।

51 টাকাঃ 6 জিবি ডেটা + 500 মিনিট ননজিও কল।

101 টাকাঃ 12 জিবি ডেটা + 1000 মিনিট ননজিও কল।

Related Articles

Back to top button