কৌশিক পোল্ল্যে: গোটা বিশ্বব্যাপি চরম সংকটের সৃষ্টি করেছে করোনা ভাইরাস। যার বিস্তারে মৃত্যুর কবলে হাজার হাজার মানুষ, আক্রান্তের সংখ্যা ৪ লাখের কাছাকাছি। এসময়ও ভারতীয় সরকারি নির্দেশ অনুযায়ী লকডাউন না মেনে অহেতুক বাইরে ঘুরে বেড়াচ্ছেন বহু মানুষ। কোয়ারেন্টাইনে না থেকে চলছে পাড়ার মধ্যে গলিক্রিকেট কিংবা মাঠের মাঝে বনভোজন।
এরকম নাগরিকদের ‘দায়িত্বজ্ঞানহীন’ অ্যাখ্যা দিয়ে তাদের প্রতি নিজের ক্ষোভ উগড়ে দিলেন অভিনেতা অক্ষয় কুমার। গৃহবন্দি থাকার নির্দেশিকা অমান্য করে মানুষজনের খোলামোলাভাবে প্রকাশ্যে জমায়েত কিংবা ঘোরাঘুরির ভিডিয়ো দেখেই বেজায় চটেছেন অক্ষয়।
এরপরই ফেসবুকে একটি ভিডিও করে তিনি জানান, এই সময়টা গুরুত্বপূর্ন, সকলের উচিৎ নিজ নিজ বাড়িতে থাকা। এসময় রাস্তায় অহেতুক ঘুরে বেড়ানো শোভা পায় না। অক্ষয় আরও বলেন, “আমিও সিনেমার জন্য অনেক অ্যাকশন ও স্টান্ট করেই থাকি তবে বর্তমানে ভয়ে শিউরে উঠছি, এই ভাইরাস সমস্ত কিছু ধ্বংস করে দিতে পারে কাজেই হাতজোড় করে অনুরোধ করছি কেউ বাইরে যাবেন না, সকলে বাড়িতেই থাকুন, নিরাপদে থাকুন।”
ফেসবুকে অক্ষয়ের এই ভিডিয়োকে সমর্থন জানিয়েছেন সকলেই। করোনা আতঙ্কে বন্ধ রয়েছে স্টুডিওপাড়ার সমস্ত কাজ। অক্ষয়ের বহু ছবির কাজ মাঝপথেই স্থগিত রয়েছে। তার অভিনীত ‘সূর্যবংশী’ ছবিটির মুক্তির তারিখও আপাতত পিছিয়ে দেওয়া হয়েছে।অক্ষয়ের সচেতনমূলক সেই ভিডিও নীচের পোস্টটিতে দেখে নিন।