সরকারের পরিসংখ্যান অনুযায়ী বুধবার ভারতে করোনা আক্রান্তের সংখ্যা সর্বাধিক হরে বেড়েছে। গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ৪৩৭ জন। সরকারের তথ্য অনুযায়ী এখনও পর্যন্ত দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে ১৮৩৪ জনে। এদের মধ্যে মৃত্যু হয়েছে ৪১ জনের। গত ২৪ ঘন্টায় মারা গেছেন ৬ জন। আর সুস্থ হয়ে উঠেছেন ১৪১ জন।
বুধবার বিকেলে নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে রাজ্যে আক্রান্তের সংখ্যা ৩৭ জন এবং মারা গেছেন ৩ জন। এর সাথে তিনি সংবাদমাধ্যমের উদ্দেশ্যে বলেন, যেন তারা যাচাই করে তবেই আক্রান্তের সংখ্যা প্রচার করেন। শুধুমাত্র টিআরপি বাড়ানোর জন্য এই কঠিন পরিস্থিতিতে মানুষকে আতঙ্কিত করতে বারণ করেছেন। এছাড়া সুপ্রিম কোর্টের সংবাদমাধ্যমের উদ্দেশ্যে যে আইন লাগু হয়েছে, সেই জন্য তিনি ধন্যবাদ জানিয়েছেন।
বুধবার রাতেই পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতরের তরফ থেকে একটি বুলেটিন প্রকাশ করা হয়। সেখানেও বাংলাতে ৩৭ জন আক্রান্ত হয়েছে ও ৩ জন মারা গেছেন, সেটার উল্লেখ করা হয়েছে। সবথেকে গুরুত্বপূর্ণ হল বুধবার রাতেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লার তরফ থেকে সমস্ত রাজ্যের কাছে চিঠি পাঠানো হয়েছে। সেখানে বলা হয়েছে দেশের মানুষ যাতে সঠিক খবর জানতে পারে তাই কেন্দ্র একটি ওয়েবসাইট তৈরী করেছে। রাজ্য সরকারগুলিকেও এরকম ওয়েবসাইট তৈরী করার নির্দেশ দেওয়া হয়েছে।