Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

মোদীর ‘দিয়া জ্বালাও’ আহ্বানে ১৩০ কোটি দেশবাসীর ঘরে ঘরে জ্বলে উঠবে মোমবাতি, প্রদীপ

শ্রেয়া চ্যাটার্জি - ১৩০ কোটি ভারতবাসী আজ প্রায় সকলে মিলে রাত ন'টা নাগাদ ঘরের শুধু আলোটা নিভিয়ে বারান্দা, ছাদ, উঠোন, দরজার সামনে মোমবাতি, প্রদীপ অথবা টর্চের আলো কিংবা মোবাইল ফোনের…

Avatar

শ্রেয়া চ্যাটার্জি – ১৩০ কোটি ভারতবাসী আজ প্রায় সকলে মিলে রাত ন’টা নাগাদ ঘরের শুধু আলোটা নিভিয়ে বারান্দা, ছাদ, উঠোন, দরজার সামনে মোমবাতি, প্রদীপ অথবা টর্চের আলো কিংবা মোবাইল ফোনের ফ্লাশ লাইট জালাবেন। আমাদের ভারতবর্ষের কাছে এমনটাই আবদার করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কেউ নাই মানতে পারেন, সেটা তার একান্ত ব্যক্তিগত ব্যাপার। তবে প্রধানমন্ত্রীর এই আলো জ্বালানোর বিষয়টিকে যদি একটু বৈজ্ঞানিক দিক থেকে ভাবেন তাহলে দেখবেন এর মধ্যে কোনরকম কুসংস্কার নেই। আছে বিজ্ঞান।

যতটা সম্ভব প্রদীপ, মোমবাতি জ্বালানোর চেষ্টা করবেন। ইলেকট্রনিক্স জিনিস থেকে দূরে থাকাই ভালো। পারলে মোমবাতি বা প্রদীপের ওপর দিতে পারেন একটু কর্পূর কিংবা লবঙ্গ। এর মধ্যেও কোন কুসংস্কার নেই, ভেবে দেখুন। কর্পূর বা লবঙ্গ কোনটাই আপনার শরীরের ক্ষতি করবে না। উপরন্তু ভালো করে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

মোদীর 'দিয়া জ্বালাও' আহ্বানে ১৩০ কোটি দেশবাসীর ঘরে ঘরে জ্বলে উঠবে মোমবাতি, প্রদীপ

তাই আসুন আমরা জাতি-ধর্ম-নির্বিশেষে প্রধানমন্ত্রীর এই আর্তিকে মেনে চলি। দেশের প্রধানমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী প্রত্যেকে যে যার মতন করে চেষ্টা করে চলেছেন করোনা ভাইরাস যাতে আমাদের দেশ থেকে দূরে চলে যায়। শুধু তাই নয় গোটা বিশ্ব থেকে যেন এটি চলে যায়। তাই কোন রকম দলগত দিক থেকে না দেখে বা এটিকে শুধুমাত্র কুসংস্কার হিসাবে না মেনে, ন মিনিটের তো ব্যাপার। চলুন আমরা সবাই মিলে একসঙ্গে সংকল্প করি। ওই ন’মিনিট আমরা ঘরের শুধুমাত্র লাইট টিকে বন্ধ করে প্রদীপের সামনে খানিকক্ষণ বসে থাকি।

About Author