Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

মোদির আহ্বানে সকল দেশবাসীকে অংশগ্রহনের অনুরোধ জানালেন ঋতুপর্না সেনগুপ্ত

কৌশিক পোল্ল্যে: রাত ন'টায় প্রদীপ জ্বালুন, প্রমান হবে আমরা এক। নিজের ভিডিও বার্তার মাধ্যমে খানিকটা এরকম বক্তব্যই পেশ করলেন অভিনেত্রী ঋতুপর্না সেনগুপ্ত। দেশের সকল মানুষকে তিনি প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দেওয়ার…

Avatar

কৌশিক পোল্ল্যে: রাত ন’টায় প্রদীপ জ্বালুন, প্রমান হবে আমরা এক। নিজের ভিডিও বার্তার মাধ্যমে খানিকটা এরকম বক্তব্যই পেশ করলেন অভিনেত্রী ঋতুপর্না সেনগুপ্ত। দেশের সকল মানুষকে তিনি প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দেওয়ার অনুরোধ জানান। এটি একটি শুভ ও মঙ্গলজনক ইঙ্গিত যা কথার মাধ্যমে বারেবারে তুলে ধরলেন অভিনেত্রী।

সমস্ত দেশবাসীর কাছেই যাতে তার বার্তা পৌঁছোয় সেকারনেই হিন্দি ও ইংরেজিতে নিজের বক্তব্য রাখলেন অভিনেত্রী। এই কঠিন সময়ে মনোবল না হারিয়ে, সকলকে একযোগে সংকল্প করার আর্জি জানালেন তিনি। বর্তমানে তিনি দেশের বাইরে সুদূর সিঙ্গাপুরে রয়েছেন, যদিও দেশের সমস্ত খবরাখবর ঘনিষ্ঠজনেদের থেকে জেনে নিচ্ছেন বারেবারে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

তার ভিডিও বার্তাকে সমর্থন জানিয়ে সাংসদ বাবুল সুপ্রিয় বলেন, “প্রধানমন্ত্রী এই আহ্বান শুধু বিজেপি সমর্থকদের জন্য করেননি, তিনি সমস্ত দেশবাসীকেই এতে অংশগ্রহনের অনুরোধ জানিয়েছেন। কাজেই সকলের উচিৎ খোলামনে এতে অংশগ্রহন করা। তবে যারা সমর্থন করতে চান না, তাদের বুঝিয়ে বিশেষ লাভ নেই।”

উল্লেখ্য, শুক্রবার সকালে দেওয়া মোদিজীর ভাষনের পর থেকেই এই ইস্যুতে নানা সমালোচনা শুরু হয়েছে। বিভিন্ন মহলের সমালোচকরা এই প্রচেষ্টার বিরুদ্ধে গিয়ে নানাভাবে প্রধানমন্ত্রীকে তির্যক মন্তব্যে বিদ্ধ করেন। সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে নানারকম জলঘোলা হয়েই চলেছে। দেশের সমস্ত মানুষ মোদির আহ্বানে কীরূপ প্রতিক্রিয়া দেখাবেন, সেই চিত্রই অপেক্ষা করছে রাত ন’টায়।

About Author