Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

২০০ টাকার কম খরচ, দুর্দান্ত প্ল্যান নিয়ে হাজির JIO

লকডাউনে গৃহবন্দী গোটা দেশ। কাজ সারছেন বাড়িতে বসেই। ফলে বেড়েছে ডেটা ব্যবহারের পরিমাণ। এই পরিস্থিতিতে একাধিক পকেট সুলভ প্ল্যান এনেছে বিভিন্ন টেলিকম সংস্থা। এরফলে যেমন গ্রাহকেরা উপকৃত হচ্ছেন তেমনভাবেই নতুন…

Avatar

লকডাউনে গৃহবন্দী গোটা দেশ। কাজ সারছেন বাড়িতে বসেই। ফলে বেড়েছে ডেটা ব্যবহারের পরিমাণ। এই পরিস্থিতিতে একাধিক পকেট সুলভ প্ল্যান এনেছে বিভিন্ন টেলিকম সংস্থা। এরফলে যেমন গ্রাহকেরা উপকৃত হচ্ছেন তেমনভাবেই নতুন গ্রাহক আকর্ষণ করছে সংস্থাগুলি।

এবার রিলায়েন্স জিও তার ব্রডব্যান্ড গ্রাহকদের জন্য নিয়ে এল একটি আকর্ষণীয় প্ল্যান। জিও ফাইবারের ১৯৯ টাকার এই প্ল্যানটিতে পাওয়া যাবে ১ হাজার জিবি ডেটা, ১০০ এমবিপিএস স্পিডে। এই প্ল্যানটির বৈধতা ৭ দিন। তবে যদি ডেটা শেষ হয়ে যায় তবুও ব্যবহার করা যাবে ইন্টারনেট। সেক্ষেত্রে স্পিড কমে হবে ১ এমবিপিএস।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এই কর্তৃপক্ষের তরফে জানা গেছে যে, এই কম্বো প্ল্যানটি নতুন এবং পুরনো সব গ্রাহকরাই ব্যবহার করতে পারবেন। জিএসটি মিলিয়ে এই প্ল্যানটির দাম ২৩৪.৮২ টাকা। তবে কেউ চাইলে প্ল্যানটি ৭ দিনের জন্য না নিয়ে ১ মাসের জন্যেও কিনতে পারেন। তখন সেটির জিএসটি সহ দাম হবে ১১০০ টাকা। এতে ১০০ এমবিপিএস স্পিডসহ ৪.৫ টিবি ডেটা পাওয়া যাবে। তবে জিও ফাইভারের এই প্ল্যানটিতে ফ্রি ভয়েস কলের সুবিধা থাকলেও জিও টিভি, জিও সিনেমার মতো বাড়তি সুবিধাগুলি গ্রাহকেরা পাবেন না।

About Author