করোনা সংক্রমণ মোকাবিলায় লকডাউন ঘোষিত হয়েছে দেশজুড়ে। এরফলে বাড়ি বসেই কাজ সারছেন বেশিরভাগ মানুষ। ইন্টারনেট ব্যবহার বেড়েছে বহু পরিমাণে। এই পরিস্থিতিতে গ্রাহকদের সুবিধার্থে বিভিন্ন টেলিকম সংস্থা যেমন- বিএসএনএল, এয়ারটেল, ভোডাফোন এবং জিও এনেছে একাধিক রিচার্জ প্ল্যান।
বর্তমানে শীর্ষে থাকা টেলিকম সংস্থা রিলায়েন্স জিও “বাড়ি থেকে কাজ” নামক একটি ডেটা প্ল্যান এনেছে যা বাড়ি থেকে কাজ করা মানুষদের জন্য খুবই সহায়ক হবে কোনো ব্রডব্যান্ড সংযোগ ছাড়াই।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowজিও এমনই দুটি পকেট সুলভ প্ল্যান এনেছে যার মূল্য ২৮ ও ৩০৬ টাকা। প্ল্যানগুলির সুবিধা সম্পর্কে বিস্তারিত জেনে নিন-
২৮ টাকাঃ আনলিমিটেড জিও কল + ৫০০ এমবি ডেটা + ননজিও কল প্রতি মিনিট ৬ পয়সা + প্রতিদিন ১০০ এসএমএস + জিও অ্যাপ্লিকেশন সাবস্ক্রিপশন। বৈধতা ৭ দিন।
৩০৬ টাকাঃ আনলিমিটেড জিও কল + মোট ৩ জিবি ডেটা + প্রতিদিন ১০০ এসএমএস + জিও অ্যাপ্লিকেশন সাবস্ক্রিপশন। বৈধতা ৩০ দিন।
তবে এই দুটি প্ল্যানই জিও.কম ওয়েবসাইটে উপলব্ধ রয়েছে, মাইজিও অ্যাপে এখনও উপলব্ধ হয়নি।