কৌশিক পোল্ল্যে: রাস্তার গলিতে কিংবা পাড়ার মোড়ে না খেতে পেয়ে ধুঁকছে চারপেয়ে প্রাণীগুলি। তাদের খাবার সম্বল বলতে মানুষের ফেলে দেওয়া উচ্ছিষ্টটুকু যা বর্তমান পরিস্থিতিতে পাওয়া যাচ্ছে না বললেই চলে। তাহলে ওরা কি খাবে? ওদেরও তো বাঁচতে হবে। মুখে ফুটে কথা বলতে না পারা প্রাণীগুলি খাদ্যের জন্য নীরবে হাহাকার করে। অথচ এরাই দিনরাত পাহারা দিয়ে সুরক্ষিত রাখে আপনার আমার পাড়াটিকে। এদের অন্নসংস্থানের সঠিক সুরাহা হবে কি করে?
না, একেবারে যে সাহায্যের হাত বাড়িয়ে কেউ এগিয়ে আসছেন না তা নয়। বহু সরকারি, বেসরকারি সংস্থা ও ব্যক্তিগত উদ্যোগে বিভিন্ন স্থানে রাস্তার চারপেয়ে প্রাণীগুলির খাবারের ব্যবস্থা করা হয়েছে। প্রতিদিন নিয়ম করে এই কুকুরগুলির মুখে অন্ন তুলে দিচ্ছেন তারা। এবিষয়ে পিছিয়ে নেই টলিপাড়ার সেলেবরা। সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তী কত বড় কুকুরপ্রেমী মানুষ সে কথা কারোরই অজানা নয়, তার বাড়িতেই রয়েছে প্রানের চেয়েও প্রিয় দুই পোষ্য।
এবার রাস্তার কুকুরদের সাহায্যে এগিয়ে এলেন আর এক টলি অভিনেত্রী শ্রীলেখা মিত্র। কুকুরপ্রেমী হিসেবে সোশ্যাল মহলে তার বেশ পরিচিতি রয়েছে। এই দুর্দিনে বহু কুকুরের মুখে খাবার তুলে দিয়েছেন তিনি। সবটাই করেছেন সামাজিক দূরত্ব বা সোশ্যাল ডিস্টেন্সিং মেনে। আরও একবার শ্রীলেখার সেই মানবিক রূপ ধরা দিল সোশ্যালের দেওয়ালে।
নিজের ইনস্টাগ্রামে হ্যান্ডেলে একটি ভিডিও সহ কিছু ছবি পোস্ট করেন অভিনেত্রী। ভিডিয়োতে দেখা যাচ্ছে, তার বাড়ির আশেপাশের কিছু পথকুকুরদের তিনি নিজের হাতে খাইয়ে দিচ্ছেন। তাদের গায়ে মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন স্নেহের পরশে। ভিডিও দেখে অভিনেত্রীর মহানুভবতার প্রশংসা করেছেন নেটিজেনরা। সত্যিই এমন চরম দুঃসময়ে ওই প্রাণীগুলির পাশেও দাঁড়ানো দরকার। শ্রীলেখার পোস্ট করা ভিডিয়োটি নীচের পোস্টে দেখতে পাবেন শুধুমাত্র একটি ক্লিকেই।













A$AP Rocky Appears to Confirm Marriage to Rihanna, Calls Himself a ‘Loving Husband’