Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

যুবকের রাস্তা আটকায় সাপ, রাগে জ্যান্ত সাপকে চিবিয়ে টুকরো করলেন মদ্যপ যুবক

কর্নাটক : মদ্যপ যুবকের পাশবিকতায় হতবাক মানুষ, সাপের সঙ্গে শুধু কথা নয়, দাঁতে চিবিয়ে সেটিকে টুকরো করে ফেলল ওই যুবক। আজব এই ঘটনাটি ঘটেছে কর্নাটকের কোলারে, সেখানে এক মদ্যপ যুবক…

Avatar

কর্নাটক : মদ্যপ যুবকের পাশবিকতায় হতবাক মানুষ, সাপের সঙ্গে শুধু কথা নয়, দাঁতে চিবিয়ে সেটিকে টুকরো করে ফেলল ওই যুবক। আজব এই ঘটনাটি ঘটেছে কর্নাটকের কোলারে, সেখানে এক মদ্যপ যুবক নেশায় এতটাই ডুবে গেছিল যে হিতাহিতজ্ঞান হারিয়ে ফেলে। দিনের বেলায় রাস্তায় একটি সাপের সাথে কথা বলে ওই যুবক। বাইক থেকে নেমে সকলের সামনে সাপটিকে দাঁতে চিবিয়ে সেটিকে টুকরো টুকরো করে সেই সাপকে উদ্দ্যেশ্যে করে বলে সেই সাপের এত সাহস কিকরে হয় যে তার পথ আটকায়।

টলমল পায়ে দাড়িয়ে থাকা ওই যুবকের কান্ড দেখে প্রথমে অনেকেই মজা করলেও পরে ভয় পেয়ে যায় তার পাশবিক আচরণে।ঘটনাটি মোবাইলবন্দি করেছেন অনেকে। সাপটিকে মেরে সেই সাপটির উদ্দেশ্যে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় ওই যুবককে। জ্যান্ত সাপ চিবিয়ে ফেলতে দেখে ভয় পেয়ে যায় স্থানীয় বাসিন্দারা। মদ খেয়ে এধরণের ঘটনা সত্যিই বিরল।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

লকডাউনের কারণে বেশ কিছুদিন বন্ধ মদের দোকান,তবে সোমবার থেকে দেশের বহু জায়গায় সুরাপ্রেমিরা মদের দোকানের সামনে লাইন লাগায়, কোনো সতর্কতা না মেনেই গায়ে গায়ে দাড়িয়ে থাকে মানুষ, কোথাও কোথাও ভিড় এত বেশি হয় যে বাইরের লাইন সামলাতে সমস্যা হচ্ছিল পুলিশদেরও।

About Author