তামিলনাড়ুর প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী এম করুনানিধির মূর্তির আবরণ উন্মোচন উপলক্ষে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক অনুষ্ঠানে যোগ দিতে চেন্নাই গিয়েছিলেন। বৃহস্পতিবার তিনি যখন সেখান থেকে ফিরছিলেন, তখন দমদম বিমানবন্দরে রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার কর্মীরা তার সঙ্গে দেখা করেন।মমতার সঙ্গে তারা তাদের সমস্যার কথা বলেন।
কেন্দ্রীয় সরকার ইতিমধ্যে এই রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থাটির বেসরকারিকরণ করতে চাইছে। সেই কারণে তাদের চাকরি যাওয়ার আশঙ্কায় এয়ার ইন্ডিয়ার কর্মীদের ইউনিয়ন সরকারের এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে। এয়ার ইন্ডিয়ার কর্মীরা মমতার সঙ্গে দেখা করে অভিযোগ করে বলেন, কেন্দ্র তাদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করছে।
এই রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থাটিকে কেন্দ্র বিক্রি করে দেওয়ার পরিকল্পনা করেছে। তাই তারা মমতার দ্বারস্থ হয়েছেন। লোকসভায় অসামরিক পরিবহন মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হরদীপ সিং পুরী এয়ার ইন্ডিয়া বিক্রি করে দেওয়া হবে বলে জানিয়েছিলেন।
প্রথম পর্যায়ে মোদী সরকার এয়ার ইন্ডিয়া বেচতে উদ্যোগী হলেও সেটা করতে পারে নি। রাজ্যের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এয়ার ইন্ডিয়ার কর্মীদের কাছে থেকে সব অভিযোগ শোনার পর এই ব্যাপারে খোঁজ খবর নেওয়ার চেষ্টা করবেন এবং পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় কর্মীদের আবেদন রাখার চেষ্টা করবেন বলে জানিয়েছেন।