গতকালের ম্যাচটা বৃষ্টির কারনে বাতিল হলো ঠিকেই কিন্তু ম্যাচটাতে যে ভারতীয় দল খুব আনন্দ করেছে তার কোনো অবকাশ নেই। নিউজিল্যান্ডের কাছে সেমি ফাইনালে হারার পর, সেই শোক কাটিয়ে ভারতীয় দলকে মাঠের মধ্যে আবারও আনন্দ করতে দেখা গেলো। বাচ্চাদের সঙ্গে নাচ থেকে শুরু করে করে মাঠের মধ্যে ক্রিস গেইলকে ভারতীয় নাচ লেখালেন বিরাট। এরসঙ্গে দেখা গেলো বিরাটের খুনসুটি। এই বিরাটকেই তো আমরা চিনি। যে তার খেলা নিয়ে খুব সিরিয়াস আর অন্যদিকে মজা করার সময় সবার থেকে এগিয়ে। কেদার যাদবের এদিন পুরো ফর্মে ছিলেন। কোহলির সঙ্গে তালে তাল মিলিয়ে পরিবেশটাকে পুরো জমিয়ে তুলেছিলো। দর্শকরা এদিন খেলা দেখতে না পেলেও মাঠের মধ্যে প্লেয়ারদের এমন খুনসুটি দেখেই তারা সন্তুষ্ট থেকেছে। দেখুন সেই ভিডিও-
View this post on Instagram