Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

রাজস্থানের পর দিল্লির দিকে ধেয়ে আসছে পঙ্গপাল

করোনার প্রকোপে নাজেহাল দেশ, ক্রমেই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। গরমের দাবদাহে তপ্ত মধ্য, উত্তর ও পশ্চিম ভারত। এরই মাঝে ঝাঁকে ঝাঁকে ভারতে ঢুকেছে পঙ্গপালের দল। জানা গিয়েছে, রাজধানী দিল্লি…

Avatar

করোনার প্রকোপে নাজেহাল দেশ, ক্রমেই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। গরমের দাবদাহে তপ্ত মধ্য, উত্তর ও পশ্চিম ভারত। এরই মাঝে ঝাঁকে ঝাঁকে ভারতে ঢুকেছে পঙ্গপালের দল। জানা গিয়েছে, রাজধানী দিল্লি থেকে মাত্র ২০০ কিলোমিটার দূরে রয়েছে ১৬ কোটি পঙ্গপালের দল। যদি একবার রাজধানীতে পৌঁছে যায় তাহলে বড়সড় বিপদ ডেকে আনবে, তা নিশ্চিত। জমির ফসল, সবুজ গাছ এক নিমেষে শেষ করে দেয় এই পঙ্গপালের দল।

পাঞ্জাব, গুজরাট, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ ও রাজস্থানে চাষের জমিতে হানা দিয়েছে এই পঙ্গপালের দল। জানা গিয়েছে, রবিশস্য তোলা হয়ে গেলেও বিপুল ক্ষতি হতে পারে খারিফ শস্যে। রাজ্যগুলিতে ৩০০ এরও বেশি এলাকায় ৪৭ হাজার হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে পঙ্গপালের উপদ্রবে। পঙ্গপালের উপদ্রব নিয়ন্ত্রণে আনতে ১২০ টি সমীক্ষার গাড়ি, ৮৯ টি কীটনাশক ছড়াবার গাড়ি, ৮১০টি স্প্রে করার যন্ত্র ও স্প্রে-সহ ৪৭ গাড়ি দেওয়া হয়েছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

স্থানীয়রা পঙ্গপাল তাড়াতে ঢাক ঢোল পিটিয়ে, থালা বাটি বাজিয়ে এছাড়া কোথাও তারস্বরে ডিজের সাহায্যে শব্দ করে, ড্রোনের সাহায্য নেওয়া হয়েছে। প্রতিদিন বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ছে পঙ্গপালগুলি। ওড়িশাতে পঙ্গপালের দলের হামলার সতর্কবার্তা জারি করা হয়েছে। সমীক্ষা বলছে, গত ২৭ বছরে সবথেকে বেশি পঙ্গপাল হানা দিয়েছে এই বছরে। এই পঙ্গপালের দল ৩৫ হাজার মানুষের খাবার খেয়ে ফেলতে পারে এক নিমেষে। যার ফলে চিন্তা বাড়ছে কৃষক সহ সরকারের। ভারত কৃষিপ্রধান দেশ, আর কৃষির উপর এমন ক্ষতি হলে আগামীতে অপেক্ষা করছে ভয়াবহ বিপর্যয়। এছাড়া অর্থনীতিতে নামতে পারে প্রবল ধস, এমনটাই মত বিশেষজ্ঞদের।

About Author