Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

বিশেষ বিমানে ১৬৭ জন মহিলা শ্রমিকদের বাড়ি ফেরালেন সোনু সুদ

Updated :  Saturday, May 30, 2020 1:30 PM

কৌশিক পোল্ল্যে: পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরানোর সমস্যায় রীতিমতো হিমশিম খাচ্ছে গোটা দেশ। দেশের বিভিন্ন বড় শহরগুলিতে কাজের সন্ধানে যাওয়া এই মানুষগুলি লকডাউনে বাড়ি ফিরতে পারছিলেন না। মহানগরের বন্ধ যাঁতাকলে কাজ না পেয়ে সকলেই আজ ঘরমুখী। সরকার ও প্রশাসন তাদের বাড়ি ফেরানোর তাগিদে নানান শ্রমিক স্পেশাল বাস ও ট্রেন চালিয়ে বাড়ি ফিরিয়েছেন অনেককেই, তবুও এ সমস্যার সমাধান হয়নি। এ দেশের একটা বড় জনসংখ্যাই তো পরিযায়ী শ্রমিকদের অন্তর্ভুক্ত।

এমত অবস্থায় দেবদূতের মতোই সাহায্যের হাত বাড়িয়ে এগিয়ে আসেন অভিনেতা সোনু সুদ। কেরলে কর্মরত ১৬৭ জন মহিলাকে বিমানে করে তাদের গৃহরাজ্য ওড়িশায় পাঠানোর বন্দোবস্ত করলেন তিনি। বর্তমানে ট্রেনের সংখ্যা খুবই সীমিত তাই এই সকল মহিলা শ্রমিকদের বাড়ি ফেরাতেই অভিনব উদ্যোগ এই অভিনেতার।

কেরলের একটি সেলাই ও এমব্রয়ডরির কারখানায় কর্মরত ওই মহিলা কর্মীরা লকডাউনে আটকে পড়ে বাড়ি ফিরতে পারছিলেন না। বাসস্থান ও খাবার দাবার পেলেও নানান সমস্যায় জর্জরিত ছিলেন ওই মহিলারা। সোনুর কাছে খবর পৌঁছোতেই তিনি তৎক্ষনাৎ বিমান পরিষেবার জন্য উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে কথা বলেন এবং একটি বিমানের ব্যবস্থাও করে ফেলেন। গতকাল সকালেই কেরল থেকে ভুবনশ্বরে রওনা দেয় সেই বিমান।

ভুবনেশ্বরে বিমানবন্দরে নামার পর বাস ও অন্যান্য পরিবহন মাধ্যমে তাদের প্রত্যেককেই বাড়ি ফিরিয়ে দেওয়া হয় এমনটাই জানালেন অভিনেতা। করোনা আবহে সকলের নিরাপত্তার দিকটিও এক্ষেত্রে যথাযথভাবে পালিত হয়েছে। ওই সকল মহিলা কর্মীরা আপাতত ১৪ দিন নিজগৃহে হোম কোয়ারেন্টাইনে থাকবেন।