কৌশিক পোল্ল্যে: আজ জগন্নাথ দেবের স্নানযাত্রা, তবু চারিদিকের থমথমে পরিবেশ দেখে সেকথা বোঝার উপায় নেই। সবকিছুই থমকে গিয়েছে একনিমেষে, করোনা ভাইরাসের প্রকোপে। তবু একটু একটু করে আনলক সেশনে জেগে উঠছে দেশ। যদিও ভাইরাসের হানায় আক্রান্তের সংখ্যা দিনদিন যে জায়গায় পৌঁছোচ্ছে তা মোটেই সুবিধের নয়।
এমত অবস্থায় আধ্যাত্মিক বিশ্বাস থেকেই ঈশ্বরের সেবায় সকলের মঙ্গলকামনায় প্রার্থনা করছেন অভিনেত্রী রচনা ব্যানার্জী। করোনা আবহে ভগবানের স্নানযাত্রা বাদ যাবে কেন। তার সেবা করে তাকে তুষ্ট করলেই কাটবে বিপদ, এই বিশ্বাসে নিজের বাড়িতে প্রতিবছরের ন্যায় এবছরও জগন্নাথদেবের স্নানযাত্রার আয়োজন করলেন তিনি।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowনিজের হাতে জগন্নাথ দেবের গায়ে মাখিয়ে দিলেন ঘি, মধু, ও দুধের প্রলেপ। এরপর দেবতাকে স্নান করানো হল। এই বিশেষ মুহূর্তের ছবিগুলি রচনা পোস্ট করলেন নিজের ইনস্টাগ্রামে। আপনিও একঝলক দেখে নিন সেই ছবি।