টলিউডবিনোদন

পরিযায়ী শ্রমিকদের জীবনের কি কোনো দাম নেই? প্রশ্ন ছুঁড়লেন সাংসদ-অভিনেতা দেব

Advertisement

কৌশিক পোল্ল্যে: দেশের একটি গুরুত্বপূর্ণ ইস্যুতে নিজের ক্ষোভ উগড়ে দিলেন সাংসদ-অভিনেতা দেব। লকডাউনের এতদিন পরেও যে সমস্যার সমাধান হয়নি তা হল পরিযায়ী শ্রমিকদের নিজভূমে বাড়ি ফেরানো নিয়ে প্রশাসনিক গাফিলতি। এখনও বিদেশ বিভুঁইয়ে আটকে রয়েছেন বহু পরিযায়ী শ্রমিক। সম্প্রতি সেই নিয়েই পোস্ট মারফৎ গর্জে উঠলেন তিনি।

অভিনেতা তার পোস্টে স্পষ্টই লেখেন, আমেরিকার কৃষ্ণাঙ্গ খুনের ঘটনা নিয়ে সরব হয়েছেন বহু তারকা, কেরলের গর্ভবতী হাতি হত্যা নিয়েও প্রতিবাদ জানিয়েছেন অনেকেই, কিন্তু পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফিরতে না পারা নিয়ে গুটিকতক সেলেব ছাড়া কেউই এগিয়ে আসেননি। তাহলে পরিযায়ী শ্রমিকদের জীবনের কি কোনো দাম নেই? প্রশ্ন ছুঁড়ে দেন দেব।

সাংসদ এর পোস্ট ঘিরে নেটিজেনদের সমর্থন আসতে শুরু করলেও বিষয়টি নিয়ে রীতিমতো চিন্তিত দেব। কেন এই সমস্যা নিয়ে সরব নন তারকারা? কেন তারা এই বিষয় নিয়ে করলেন না কোনো পোস্ট? উত্তর পাননি তিনি। যদিও কৃষ্ণাঙ্গ খুন কিংবা হাতি হত্যা নিয়ে করা পোস্ট গুলির বিরুদ্ধে কিছু বলতে চাননি তিনি কিন্তু উক্ত ইস্যুতে কেউ সরব নন বলেই তুলনা টানতে বাধ্য হলেন অভিনেতা।

দেশের পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরাতে এক মহান কর্মযজ্ঞে নেমেছেন বলিউড অভিনেতা সোনু সুদ। সেই পথেই হেঁটেছেন বিগ বি অমিতাভ বচ্চন। বাংলা থেকে এই প্রথম কোনো অভিনেতা এই বৃহত্তর কঠিন পরিস্থিতি নিয়ে কিছু করে দেখালেন। নেপাল থেকে এ রাজ্যের ৩৬ জন শ্রমিককে নিজ উদ্যোগে রাজ্যে ফেরান দেব।

Related Articles

Back to top button