Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

তিন বছর আগেই গোপনে বিয়ে সেরেছেন গায়িকা মোনালি ঠাকুর, ফাঁস হল নয়া তথ্য

Updated :  Thursday, June 11, 2020 1:10 PM

কৌশিক পোল্ল্যে: অবশেষে খুলল রহস্যের জট, ফাঁস হলো জনপ্রিয় গায়িকা মোনালি ঠাকুরের চুপিসারে বিয়ে করে নেওয়ার খবর। 2017 সালে বিদেশি বন্ধু মাইকের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন বাঙালি গায়িকা। যদিও এ খবর এতদিন পর্যন্ত চাপা ছিল বলিপাড়ার অন্দরে, মোনালি নিজেই সম্প্রতি জানিয়ে দিলেন সুখবরটি।

ইনস্টাগ্রামের ছবিতে হাতে পরিহিত আংটি দেখে অনেকেই অনুমান করেছিলেন হয়তো চুপিসারে এনগেজমেন্টটা সেরে ফেলেছেন গায়িকা। তবে শুধু এনগেজমেন্ট নয় একেবারে বিয়ে সেরে নিয়েছেন তিনি। হিন্দুস্তান টাইমসকে দেওয়া সাক্ষাত্কারে মোনালি বলেন, “হ্যাঁ আমি আর মাইক 2017 সালে বিয়ে করেছি। কোনদিনই আনুষ্ঠানিকভাবে বিয়ের কথা বলিনি, কারণ কোন অনুষ্ঠান সেভাবে হয়নি। ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের উপস্থিতিতে বিয়ে করেছিলাম।”

2016 সালের ক্রিসমাসে মোনালিকে বিয়ের প্রস্তাব দেন মাইক এবং সেই প্রস্তাব নাকচ করতে পারেননি বঙ্গকন্যা। এর পরের বছরই বিবাহ বন্ধনে আবদ্ধ হন দুজনে। বর্তমানে সুইজারল্যান্ডে মাইকের পরিবারের সঙ্গেই রয়েছেন গায়িকা।

মোনালি আগেভাগে আঁচ করেছিলেন তার বিয়ের খবরে শোরগোল পড়বে বি-টাউনে। বিশেষত এই খবরে হৃদয় ভাঙলো হাজারো যুবকের যাদের ক্রাশ হয়ে উঠেছিলেন ‘টাচ মি টাচ মি’ গানের গায়িকা।