কাশ্মীর হল ভারত-পাকিস্তানের শত্রুতার মূল কারণ। শত্রুতার জেরে কেড়ে নেওয়া হয়েছে কত আত্মঘাতী প্রাণ ও বলিদান।কাশ্মীরকে কেন্দ্র করে গোটা বিশ্ব বাজারে ও পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধের পরিস্থিতি তৈরি করতে চায় নাকি ভারত। এমনই এক প্রকার দাবি পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের। তার মতে ভারত পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করতে চায়। পুলওয়ামা ঘটনার পরেও ঠিক একই রাস্তা অবলম্বন করে যুদ্ধের পরিস্থিতি তৈরি করেছিল নাকি ভারত, দাবি ইমরান খানের। ইমরান খানের কথায় এই পরিস্থিতিকে ঠিকভাবে মোকাবেলা করতে হবে তৈরি পাকিস্তান। পাকিস্তান সম্পর্ক ঠিক করতে চায় তারা, কিন্তু ভারত নাকি সাথ দিচ্ছে না।
পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করতে চায় এই দেশ, এমন এক দাবি ইমরানের!

Updated : Saturday, August 10, 2019 10:05 AM













