ব্যবহারকারীদের সুবিধার্থে এবার নতুন একটি ফিচার আনতে চলেছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। যেখানে একই সাথে চারটি ডিভাইস থেকে চালানো যাবে হোয়াটসঅ্যাপ। জানা গিয়েছে খুব শীঘ্রই এই ফিচার আনতে চলেছে আন্তর্জাতিক জনপ্রিয়তা সম্পন্ন এই মেসেজিং সংস্থা।
এই বিষয়ে সম্প্রতি ফেসবুকে একটি পোস্ট করা হয়, যেখানে বলা হয় নতুন এই ফিচারটি কাজে লাগিয়ে একজন হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী নিজের অ্যাকাউন্টটি চারটি আলাদা আলাদা ডিভাইসে চালাতে পারবেন।
এছাড়াও ‘WABetaInfo’ ট্যুইট করে জানিয়েছে, ওয়াইফাই কানেক্টিভিটি ব্যবহার করে এই ফিচারের মাধ্যমে চারটি ডিভাইসে ডেটা সিঙ্ক করা যাবে। তবে শুধু ওয়াইফাই কানেক্টিভিটি নয়, এটি ছাড়াও যাতে এই ফিচার ব্যবহার করা যায়, সেই বিষয়ে ভাবনাচিন্তা করছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ।
‘WABetaInfo’-এর ট্যুইট থেকে আরও বিস্তারিত জানা গিয়েছে, যে ইতিমধ্যেই এই ফিচার পরীক্ষামূলক ভাবে চালানো শুরু করে দিয়েছে হোয়াটসঅ্যাপ। যদিও Beta ভার্সনে এখনও পর্যন্ত এই ফিচার উপলব্ধ নয়, তবে খুব শীঘ্রই সমস্ত ভার্সনেই কাজ করবে এই বিশেষ ফিচার।
উল্লেখযোগ্য, এখনও অব্দি হোয়াটসঅ্যাপে মাল্টি-ডিভাইস অপশনে কাজ করার কোনও অপশন নেই। তবে যেসব স্মার্টফোনে ডুয়াল অ্যাপ্লিকেশন সাপোর্ট করে, সেখানে একসাথে দুটি নাম্বারের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করা যায়।