চীনা সংস্থাদের চিন্তায় ফেলেছে ভারত, ভারতে রাজ করতে আসছে এই স্মার্টফোন কোম্পানি
সম্প্রতি লাদাখ সীমান্তে সংঘর্ষের পর থেকে চীনের সাথে ভারতের শত্রুতা বেড়ে গিয়েছে। ভারতের সকল নাগরিক চীনের প্রতি এতোটাই ক্ষুব্ধ যে চীনা সামগ্রী বয়কট করার ডাক দিয়েছেন। তবে দেখতে গেলে চীনের প্রতি ভারত অনেকটাই নির্ভরশীল। কারণ, ২০১৪ সাল থেকে ভারতে প্রবেশ করেছে চীনের স্মার্টফোন প্রস্তুতকারক সংস্থাগুলি। সস্তার বিভিন্ন স্মার্টফোন যেমন- শাওমি, ভিভো, ওপ্পো ইত্যাদি আমাদের মন জয় করে নিয়েছে। ফলে Micromax, Lava, Intex, Karbonn-এর মতো ভারতীয় স্মার্টফোন সংস্থাগুলি একপ্রকার লুপ্ত হয়ে গিয়েছে।
তবে এবার চিন্তার অবসান ঘটিয়ে ফের ভারতের বাজারে আসতে চলেছে Micromax, Lava, Intex, Karbonn ইত্যাদি সংস্থাগুলি। এই বিষয়ে সম্প্রতি Micromax ট্যুইট করে জানিয়েছেন। অন্যদিকে আরও খবর পাওয়া গিয়েছে খুব শীঘ্রই karbonn ও Lava ফের তাদের স্মার্টফোনগুলি আনতে চলেছে।
যদিও ভারতীয় স্মার্টফোন প্রস্তুতকারী সংস্থাগুলি তাদের বেশিরভাগ কাঁচামালের জন্য চীনের উপর নির্ভরশীল, তাই সংস্থাগুলির স্মার্টফোন পুরোপুরি ভারতেই ডিজাইন করা হবে। এরফলে ভারতের বাজারে চীনা স্মার্টফোন সংস্থা শাওমি, ভিভো, ওপ্পো ইত্যাদির জন্য চ্যালেঞ্জ তৈরি হতে পারে। তবে শুধু Micromax, karbonn বা Lava নয়, সাথে Creo, Videocon, Yu ফোনস, Spice mobiles, iBall, Intex, Xolo এবং jio LYF ইত্যাদি ফোনগুলিও ফিরে আসতে চলেছে।