চলমান ভারত-চীন উত্তেজনার কারণে টিকটক সহ আরও ৫৯ টি চীনা অ্যাপ নিষিদ্ধ করেছে ভারত। একটি সাংবাদিক সম্মেলনে এই বিষয়ে ঘোষণা করা হয় কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। এরপর থেকেই জল্পনা শুরু হয় যে পাবজি, মোবাইল জুমের মতো জনপ্রিয় অ্যাপগুলিও বন্ধ হয়ে যেতে পারে। যা নিয়ে রীতিমতো সমালোচনা শুরু হয়েছে নেট দুনিয়ায়।
উল্লেখযোগ্য, সোমবার কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রকের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়, জনস্বার্থ রক্ষা ও তথ্য সুরক্ষিত রাখতেই ভারতীয় সংবিধানের ৬৯এ আইন প্রয়োগ করে ৫৯ টি অ্যাপকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
বিশেষজ্ঞদের আশঙ্কা চীনের তরফ থেকে সাইবার হামলা চালানো হতে পারে। ফাঁস হতে পারে ভারতের নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন গোপন তথ্য।
তবে ৫৯ টি অ্যাপের যে তালিকা প্রকাশ করা হয়েছে সেই তালিকায় নেই পাবজির নাম। এখনও পর্যন্ত পাবজি অ্যাপটি বন্ধ হওয়ার কোনও ঘোষণা করেনি সরকার। কারণ, পাবজি অ্যাপের মালিক চীন না দক্ষিণ কোরিয়ার একটি সংস্থা। তাই নিষিদ্ধ হওয়ার প্রভাব পাবজির ওপর পড়বে না। সোশ্যাল মিডিয়ায় পাবজি বন্ধ সংক্রান্ত তথ্য ভুয়ো বলেই জানানো হচ্ছে।