সুশান্ত সিং রাজপুতের ভিসেরা রিপোর্ট আসল পুলিশের হাতে। তবে এই রিপোর্টেও কোনো সন্দেহজনক কিছু নেই। ময়নাতদন্তের পর ভিসেরা রিপোর্টেও সন্ধেহজনক কিছুই পাওয়া যায়নি। অভিনেতার মৃত্যু নিয়ে অনেকের মধ্যেই জল্পনা রয়েছে। কেউ কেউ বলছেন যে সুশান্তের মত প্রতিভাবান একজন অভিনেতা কিছুতেই আত্মহত্যা করতে পারেন না। তাঁকে খুন করা হয়েছে।
কিন্তু মুম্বই পুলিশ তদন্ত করে সেরকম কিছুই পাননি। দুবার তাঁর ময়নাতদন্তের রিপোর্ট আসে। আর দুবারই আত্মহত্যার তথ্য সামনে এসেছে। প্রথমবার ৩ জন চিকিৎসক ও দ্বিতীয়বার ৫ জন চিকিৎসক রিপোর্টে সই করেছেন। রিপোর্টে বলা হয়েছে, গলায় ফাঁস লাগার কারণেই শ্বাসরোধ হয়ে অভিনেতার মৃত্যু হয়েছে। তাঁর শরীরে কোনো আঘাতের চিহ্ন মেলেনি। এমনকি তাঁর নখ ও পরিষ্কার ছিল।
এবার ভিসেরা সংরক্ষণ করে তা রাসায়নিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। আর সেই রিপোর্টেও তাঁর শরীরে কোনো বিষ বা রাসায়নিক পদার্থ বা বিষাক্ত কিছুই পাওয়া যায়নি। অভিনেতার মৃত্যু মামলাতে ইতিমধ্যেই ৩০ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।মুম্বই পুলিশের পক্ষ থেকে নিরপেক্ষ তদন্ত করা হচ্ছে।