টেক বার্তা

৩৫ শতাংশ বিক্রি কমেছে ‘রয়্যাল এনফিল্ডের’

Advertisement

মোটর বাইক প্রস্তুতকারী সংস্থাগুলির মধ্যে অতি পরিচিত নাম ‘রয়্যাল এনফিল্ড’। বিক্রয় ও রপ্তানির দিক দিয়ে সবসময় প্রথম সারিতে থাকে এই সংস্থা। তবে সম্প্রতি এই প্রসিদ্ধ বাইক নির্মাণকারী সংস্থা একটি বিবৃতিতে জানিয়েছে যে তাদের বিক্রয় ৩৫ শতাংশ কমে হয়েছে ৩৮,০৬৫ ইউনিট।

‘রয়্যাল এনফিল্ড’ সংস্থার তরফ থেকে বুধবার গভীর রাতে একটি বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, গতবছর এই মাসে এই সংস্থার মোট বিক্রয় ছিল ৫৮,৩৩৯ ইউনিট। অন্যদিকে জুনে অভ্যন্তরীণ বিক্রয় ছিল ৩৬,৫১০ ইউনিট এবং গতবছরে যা ছিল ৫৫,০৮২ অর্থাৎ গতবছরের তুলনায় অভ্যন্তরীণ বিক্রয় কমে গিয়েছে ৩৪ শতাংশ।

তবে শুধু অভ্যন্তরীণ বিক্রয়ই নয়, রপ্তানির দিক থেকেও বেশ লোকসানের সম্মুখীন হয়েছে এই সংস্থা। কারণ গত মাসে মোট রপ্তানি হয়েছে ১,৫৫৫ ইউনিট যা গতবছরের জুনের রপ্তানি ৩,২৫৭ ইউনিটের তুলনায় প্রায় ৫২ শতাংশ কম।

Related Articles

Back to top button