অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান। এদিন বুধবার প্রকাশিত হয়েছে মাধ্যমিক পরীক্ষার ফলাফল। মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ হওয়ার পর এদিন সাংবাদিক বৈঠকে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীদের একাদশ শ্রেনীতে ভর্তির প্রক্রিয়া নিয়ে বিস্তারিত ভাবে জানিয়েছেন। তিনি জানান, দুটি প্রক্রিয়ায় একাদশ শ্রেনীর ভর্তির প্রক্রিয়া সম্পন্ন হবে। প্রথম ভাগে, যেসমস্ত উত্তীর্ণ ছাত্রছাত্রী নিজেদের বিদ্যালয়ে ভর্তি হবেন স্কুল কতৃপক্ষের তরফে আগামী ১লা আগস্ট থেকে ১০ই আগস্টের মধ্যে তার ব্যবস্থা করতে হবে।
দ্বিতীয় ভাগে, যেসব ছাত্রছাত্রী অন্য বিদ্যালয়ে একাদশ শ্রেনীতে ভর্তি হবেন তাঁদের জন্য আগামী ১১ই আগস্ট থেকে ৩০শে আগস্টের মধ্যে ব্যবস্থা করা হবে। এই দুই প্রক্রিয়ায় মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণদের ভর্তির প্রক্রিয়া সম্পন্ন করবে বিদ্যালয় কতৃপক্ষ। এব্যাপারে নিজেদের বিদ্যালয়ে উত্তীর্ণদের অগ্রাধিকার দেওয়া হবে। করোনার প্রকোপের ফলে এবার মার্কসিট দেওয়ার ব্যাপারে পরিবর্তন এনেছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ।
এবার ছাত্রছাত্রীদের হাতে নয়, মার্কসিট দেওয়া হবে অভিভাবকদের হাতে। আগামী ২২শে ও ২৩শে জুলাই মার্কশিট পাওয়া যাবে। তবে বিদ্যালয় প্রাঙ্গণ সম্পূর্ণ স্যানিটাইজেশনের পর ভর্তি ও মার্কসিটের সমস্ত কার্যকলাপ শুরু করবে বিদ্যালয় কতৃপক্ষ। অভিভাবকদেরও সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে বিদ্যালয়ে আসতে বলা হয়েছে। পড়ুয়াদের বদলে অভিভাবকেরাই মার্কসিট ও প্রয়োজনীয় তথ্য নিয়ে বিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়ার জন্য আসবেন। শিক্ষা দফতর এবার বিষয়ভিত্তিক ভর্তির ব্যাপারটি বিদ্যালয় কতৃপক্ষের উপরই ছাড়ছে।