আজ বৃহস্পতিবার রাজ্যের তরফ থেকে আরও একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। যেখানে স্পষ্ট করে বলা হয়েছে শিলিগুড়ি কমপ্লিট লকডাউন হবে। শুক্রবার সকাল ৯ টা থেকে শিলিগুড়িতে কমপ্লিট লকডাউন হবে ৭ দিনের জন্য। গত ২৪ ঘন্টায় শিলিগুড়িতে রেকর্ড সংখ্যক করোনা সংক্রমণ হয়েছে। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ সূত্রে জানা গিয়েছে, শিলিগুড়ি পুরনিগম এলাকার ৮২ জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। এর আগে শহরে সর্বোচ্চ ৫৯ জন একসঙ্গে সংক্রামিত হয়েছিলেন। এই ৮২ জনের রেকর্ড প্রথম।
এত সংখ্যক সংক্রমণের জেরে এরপর নড়েচড়ে বসেছে প্রশাসন। আর এই ঘটনার পরেই সাতদিনের জন্য পুরোপুরি লকডাউন ঘোষণা করা হয়েছে শিলিগুড়িতে। সকাল ৯টা থেকে শিলিগুড়ি পুরনিগম এলাকায় লকডাউন কার্যকর হচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন, করোনা সংক্রমণ রোধ করার জন্য যে সব নিয়ম মানার প্রয়োজন তা মানা হয়নি। সোশ্যাল ডিসটেন্স কেউ মানেননি। আর সেই কারণে শিলিগুড়িতে করোনার সংক্রমণ ভয়াবহ আকার নিয়েছে বলে মনে করা হচ্ছে।
এদিকে রাজ্যে মঙ্গলবার ঘোষণা করা হয়েছে যে লকডাউনের মেয়াদ বাড়বে। রাজ্যে কনটেনমেন্ট জোনে ৩ দিন বেড়েছে লকডাউনের মেয়াদ। ১৬ তারিখের বদলে লকডাউন জারি থাকবে ১৯ জুলাই পর্যন্ত।