এবারের উচ্চমাধ্যমিকে ৫০০ এর মধ্যে ৪৯৯ পেয়ে পুরনো সকল রেকর্ড ভেঙে দিল চার ছাত্রছাত্রী। যারা হল কলকাতার স্রোতশ্রী রায়, বাঁকুড়ার গৌরব মণ্ডল ও অর্পণ মণ্ডল এবং হুগলির ঐক্য বন্দ্যোপাধ্যায়। যদিও এবছর কলকাতা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের ছাত্রছাত্রীদের ফলাফল সবচেয়ে ভালো, তবে সর্বোচ্চ নম্বরের দিক দিয়ে সকলকে টেক্কা দিয়েছে বাঁকুড়া।
বাঁকুড়ার বড়জোড়া হাইস্কুলের ছাত্র গৌরবের ২০১৮ সালে মাধ্যমিক পরীক্ষায় তার প্রাপ্ত নম্বর ছিল ৬৮০। তখন মেধাতালিকায় তার স্থান ছিল দশম। সেখান থেকে উচ্চমাধ্যমিকে একেবারে শীর্ষে উঠে এসেছে সে। জানিয়েছে, ভবিষ্যতে ডাক্তার হতে চায় সে। পড়াশোনার সাথে সাথে ভালোবাসে ক্রিকেট, প্রিয় ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি। তার প্রাপ্ত নাম্বার হল, বাংলা- ৯৪, ইংরাজি- ৯৯, বাকি বিষয়ে ১০০।
বাঁকুড়ার আরেক ছাত্র অর্পণ কেন্দুয়াডিহি হাইস্কুলের ছাত্র। সেও ভবিষ্যতে চিকিৎসক হতে চায়। নবম শ্রেণি থেকে বাঁকুড়ায় ভাড়া বাড়িতে থেকে পড়াশোনা করেছে সে। তার এই সাফল্যে উচ্ছ্বসিত তার বাড়ি থেকে বিদ্যালয়ের সকলে। অন্যদিকে কলকাতার স্রোতশ্রী রায় এবং হুগলি কলেজিয়েট স্কুলের ঐক্য বন্দ্যোপাধ্যায়ের প্রাপ্ত নাম্বারও ৪৯৯। আগামী দিনে ফিজিক্সের উপর গবেষণা করতে এই ঐক্য। এবারের সর্বোচ্চ নাম্বার আগের সকল রেকর্ড ভেঙে দিয়েছে বলে জানিয়েছেন মহুয়া দাস।