নিউজরাজ্য

গ্রাহকদের চাপ, রাজ্যে বিদ্যুৎ-র বিল নিয়ে বড়সড় সিদ্ধান্ত নিল সিইএসসি

Advertisement

গ্রাহকদের চাপে শেষ পর্যন্ত বাড়তি বিলের সিদ্ধান্ত থেকে সরে এলো সিইএসসি। সিইএসসি জানিয়েছে, আপাতত এপ্রিল মে মাসের বাড়তি বিল দিতে হবে কোনো গ্রাহককে। শুধুমাত্র জুন মাসের বিল দিতে হবে গ্রাহকদের। জুন মাসের ইউনিট খরচ কত হয়েছে প্রতিটা গ্রাহককে তা জানিয়ে দেওয়া হবে। কিভাবে বিলের টাকা পরিশোধ করতে হবে সেকথাও পরে জানিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে সংস্থার তরফে। একইসাথে বিল জমা দেওয়ার সময়সীমাও বাড়িয়ে দেওয়া হয়েছে। গতকাল সোশ্যাল মিডিয়ায় এই খবর জানিয়েছে খোদ সিইএসসি।

সংস্থার ম্যানেজিং ডিরেক্টর দেবাশিষ বন্দ্যোপাধ্যায় বলেন, এই বিষয়ে যা সিদ্ধান্ত নেওয়ার তা নিয়েছেন চেয়ারম্যান সঞ্জীব গোয়েঙ্কা। সিইএসসির এই সিদ্ধান্তের পর টুইট করেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। টুইট করে তিনি বলেন, “কলকাতার ৩৩ লক্ষ গ্রাহকদের মধ্যে ২৫ লক্ষ গ্রাহকের বিদ্যুতের বিলে ছাড় ঘোষণা করলো সিইএসসি। এপ্রিল, মে মাসের বিল স্থগিত করা হয়েছে। এখন শুধুমাত্র জুন মাসের বিল মেটালেই হবে। এটা কলকাতার জয়।”

প্রসঙ্গত, চলতি মাসে সিইএসসির বিদ্যুৎ বিল দেখে মাথায় হাত পড়েছিল সংস্থার গ্রাহকদের। খোদ বিদ্যুৎমন্ত্রীর বাড়িতেই বিল এসেছিল ১১ হাজার টাকা। সংস্থার বিরুদ্ধে মুখ খোলেন অনেকেই। এমনকি টলিউডের অনেক অভিনেতা, পরিচালকরাও সিইএসসির এই অতিরিক্ত বিলের বিরুদ্ধে মুখ খোলেন। গ্রাহকদের প্রবল চাপের মধ্যে পিছু হঠার সিদ্ধান্ত নেয় সংস্থা।

এর আগে সংস্থার তরফে জানানো হয়েছিল, জুন মাসের বিলের মধ্যে এপ্রিল এবং মে মাসের বিলের অংশও যুক্ত করা হয়েছে। এরপরই সংস্থার বিরুদ্ধে সর্ব হয় গ্রাহকরা। সংস্থার অফিসে যাওয়া ছাড়াও সোশ্যাল মিডিয়ায় সরব হন গ্রাহকদের একাংশ। বিদ্যুৎ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় সিইএসসি কতৃপক্ষের সঙ্গে বৈঠকও করেন। তারপরই এই সিদ্ধান্ত নেওয়া হলো সিইএসসির তরফে।

Related Articles

Back to top button