কালো প্যান্থার ও চিতাবাঘের অসাধারণ ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল ফটোগ্রাফার
শ্রেয়া চ্যাটার্জি – কয়েক সপ্তাহ আগে এক কালো প্যানথারকে কর্নাটকের কাবিনী জঙ্গলে ঘুরে বেড়াতে দেখা গেছে। যাকে একেবারে ‘দ্য জঙ্গল বুক’ এর বাঘীরা মত দেখতে । ঠিক ৩ দিন আগে একজন ফটোগ্রাফার একটা চিতা বাঘ আর পিছনে দাঁড়িয়ে থাকা এমনই এক ব্ল্যাক প্যান্থার এর ছবি তুলেছেন, দেখে মনে হচ্ছে চিতাবাঘের ছায়া যেন।
বন্যজীব ফটোগ্রাফার মিঠুন ২০১৯ সালে শীতকালে কাবিনি ফরেস্ট রিসার্ভ থেকে ছবিটি তুলেছিলেন। ছবিটি তুলে যখন থেকে সোশ্যাল মিডিয়ায় দিয়েছিলেন উপরে লিখেছিলেন, ‘চিরকালীন দম্পতি, সায়া, কালো প্যান্থার, ক্লিওপেট্রা, চিতাবাঘিনী’। তবে এত সুন্দর স্বর্গীয় ছবি তুলতে গিয়ে ফটোগ্রাফারকে যথেষ্ট ধৈর্যের পরীক্ষা দিতে হয়েছে। এত সুন্দর ছবি তুলতে তার সময় লেগেছে পাক্কা ছয় দিন। সায়া আর ক্লিওপেট্রা যারা প্রায় চার বছর ধরেই একসঙ্গে রয়েছে। মিঠুন জানান, ‘বিপদে পড়া এক হরিন তাকে এই দৃশ্যের দিকে নিয়ে যায়।’
মিঠুন একজন বন্য জীব ফটোগ্রাফার। যিনি ‘দ্য ব্ল্যাক প্যান্থার’ ডকুমেন্টারিতে ন্যাশনাল জিওগ্রাফিক সঙ্গে কাজ করেছিলেন। কয়েকদিন আগে শাজ জং একটি কালো প্যানথার এর ছবি তুলেছিলেন। যা কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়াতে ঘুরপাক খেতে দেখা যায়। শাজ জানিয়েছেন, তাকে প্রথম দেখা গিয়েছিল ২০১৫ সালে। তিনি জানান, “গত আড়াই বছর ধরে তিনি এই চিতাবাঘের ছবি তোলার জন্য প্রচেষ্টা চালিয়ে গেছেন। যদি সপ্তাহে একদিনও দেখতে পেতেন তিনি খুব খুশি হতাম।”