Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

আজ সিবিআই-এর মুখোমুখি রিয়া চক্রবর্তী

Updated :  Friday, August 7, 2020 2:11 PM

গত ১৪ই জুন বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন প্রেমিকা রিয়া চক্রবর্তী। তার বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনা, প্রতারণা এবং সম্পত্তি আত্মসাতের অভিযোগ রয়েছে। এবার সুশান্ত আত্মহত্যা কাণ্ডে বিহার পুলিশের দ্বারা অভিযুক্ত হওয়ার পর তিনি ইডির দপ্তরে হাজিরা দিতে পারেন।

সুশান্তের পরিবার তার বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগ এনেছিলেন, এই বিষয়টি খতিয়ে দেখতে কেন্দ্রীয় সংস্থা তাকে মুম্বাইয়ের দপ্তরে ডেকে পাঠিয়েছে। তিনি যদি শুক্রবার ইডির দপ্তরে আসেন তাহলে অভিযুক্ত হওয়ার পর এটি তার প্রথম প্রকাশ্যে উপস্থিতি হবে। স্বল্প সময়ের তদন্ত চালানোর সময় বিহার পুলিশ জানায় যে, রিয়ার কাছে পৌঁছানো সম্ভব হয়নি। যদিও তার আইনজীবী সতীশ মানেশিন্ডে এই অভিযোগ খারিজ করেছেন। তবে শুক্রবার তিনি ইডির দপ্তরে আসবেন কিনা সেই বিষয়েও স্পষ্ট কিছু জানা যায়নি।

সুশান্তের পরিবারের করা অভিযোগ অনুযায়ী ইডি তার তদন্ত শুরু করেছে। সুশান্তের অ্যাকাউন্ট থেকে ১৫ কোটি টাকা তুলে নেওয়ার ব্যাপারটি তারা খতিয়ে দেখবে। এই কেন্দ্রীয় সংস্থা রিয়াকে তার রিয়েল এস্টেট কেনার বিষয়েও প্রশ্ন করতে পারে। উল্লেখযোগ্য, সুশান্ত সিং রাজপুত হত্যাকাণ্ডে রিয়া চক্রবর্তী ও তার পরিবার সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। বিহার পুলিশে করা এফআইআর-এ বলা হয়েছে এই অভিনেত্রী নিজের ক্যারিয়ার গঠনের জন্য সুশান্তের টাকা আত্মসাৎ করেছেন।