সুশান্তকে নিয়ে ফের সরব হলেন বলিউডের বাঘিনী কঙ্গনা। বোবা বলিউডের একাংশের উপর ক্ষোভ প্রকাশ করলেন তিনি। সর্বভারতীয় একটি সংবাদমাধ্যমে তিনি বলেন, পরিচালক রাজকুমার হিরানির ছবি পিকে-তে অভিনয় করেন সুশান্ত। অথচ রাজু হিরানি কোনও মন্তব্য করছেন না। যারা সুশান্তের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন প্রত্যেকের দিকে সরাসরি আঙ্গুল তুলেছেন বলিউড ডিভা কঙ্গনা রানাউত।
এছাড়া, সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তে রিয়া চক্রবর্তীর দিকেও নিশানা বিঁধলেন কঙ্গনা। তাঁর মতে, রিয়া চক্রবর্তী যদি নির্দোষ হন, তাহলে তিনি কেন সতীশ মানশিন্ডের মতো একজন হাই প্রোফাইল আইনজীবীকে নিয়োগ করলেন! প্রসঙ্গত, টলিউড ডিভা স্বস্তিকা মুখার্জী বরাবর সুশান্ত এর ন্যায়বিচারের জন্য সরব হয়েছেন। তিনিও বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থেকে সিবিআই তদন্তের আর্জি জানিয়েছিলেন।
থেমে থাকেনি পরিচালক লোম হর্ষ। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে কঙ্গনার পাশাপাশি তিনি এমনটাই জানান যে, মুম্বাইয়ে সবাই স্ট্রাগল করতে আসে, কিন্তু যেই মানুষ স্ট্রাগলের পরে ষ্টার হয়, তাঁর আত্মহ্যত্যা স্বাভাবিক নয়. এর তদন্ত হওয়া উচিত. এই ব্যাপারে তিনি রিয়াকে সম্পূর্ণভাবে দ্বায়ী করেছেন। রিয়ার ব্যাপারে তিনি সরাসরি জানান যে সুশান্তকে তুমি যদি সত্যি ভালোবেসে থাকো তবে কোনো কিছু না লুকিয়ে, ওঁকে ন্যায্যবিচার দাও।
কিন্তু রিয়া চক্রবর্তী এখনো সিবিআইয়ের সঙ্গে টালবাহানা করে চলেছেন, তবে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তে এখনও পর্যন্ত ৫৬ জনকে জিজ্ঞাসাবাদ করেছে মুম্বই পুলিস। সেই সব তথ্য বৃহস্পতিবার মুম্বই পুলিসের কাছ থেকে সংগ্রহ করবেন সিবিআই আধিকারিকরা। সুশান্তের ব্যবহৃত সমস্ত মোবাইল, ল্যাপটপ মুম্বই পুলিসের কাছ থেকে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা তদন্তের স্বার্থে সংগ্রহ করবেন বলে খবর।