করোনায় মৃত্যু, শোকের ছায়া রাজ-শুভশ্রীর পরিবারে

টলিউডের জন্য খারাপ খবর এল সাত সকালেই। প্রয়াত হলেন পরিচালক রাজ চক্রবর্তীর বাবা। বেশ কিছুদিন ধরেই শারীরিক অসুস্থতার কারণে বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন রাজের বাবা। আজ সকালেই তাঁর…

Avatar

টলিউডের জন্য খারাপ খবর এল সাত সকালেই। প্রয়াত হলেন পরিচালক রাজ চক্রবর্তীর বাবা। বেশ কিছুদিন ধরেই শারীরিক অসুস্থতার কারণে বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন রাজের বাবা।

আজ সকালেই তাঁর মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। এই মাত্র পাওয়া খবরে জানা গেলো, রাজ চক্রবর্তীর বাবা প্রয়াত কৃষ্ণশঙ্কর চক্রবর্তী করোনা পজিটিভ ছিলেন। ২ দিন আগেই তাঁর কোভিড রিপোর্ট পজিটিভ আসে.

দাদু হওয়ার স্বাদ থেকে একপ্রকার বঞ্চিত হয়ে চলে গেলেন ইয়ং জেনারেশনের পরিচালক রাজ চক্রবর্তীর বাবা। রাজ নিজে করোনা পজিটিভ হয়ে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। আজ তাঁর দ্বিতীয়বার করোনা পরীক্ষা করার কথা। সেই কারণে বাবাকে অন্তিমবার দেখতে পারবেন কি না রাজ, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।