নয়াদিল্লি : এবার ভারতের দাবিকে সম্মতি দিলো রাশিয়া। পাকিস্তানকে অস্ত্র সরবরাহ না দেওয়ার সিদ্ধান্তে ইতিবাচক ইঙ্গিত দিলো রাশিয়া। আজ মস্কোয় সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের বার্ষিক সম্মেলনে যোগ দেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
আর সেখানে তাঁর সঙ্গে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী জেনারেল সার্গেই শইগুর খোলাখুলি আলোচনা হয়। আলোচনার পরে ভারতের সিদ্ধান্তে সায় দেয় রাশিয়া। আজ ১ ঘণ্টার বেশি সময় ধরে মস্কোয় রুশ প্রতিরক্ষা মন্ত্রকের অফিসে রাশিয়ান মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন রাজনাথ সিং। বিদেশী সংবাদ সংস্থা সূত্রের খবর অনুযায়ী রাশিয়া জানায়, “পাকিস্তানকে অস্ত্র সরবরাহ না করার আগের নীতিই মেনে চলবে রাশিয়া”।
এসসিও-র সদস্য হওয়ায় এই তিন দিনের এই বৈঠকে ভারত ছাড়াও থাকবে চিন এবং পাকিস্তান। এমনকি আজ সন্ধ্যায় আবার চিনের প্রতিরক্ষামন্ত্রী ইউ ফেংগের সঙ্গেও বৈঠকে বসতে পারেন রাজনাথ। এই বৈঠকে ভারত আর চিনের বর্তমান পরিস্থিতি নিয়েও আলোচনা হতে পারে বলে খবর সূত্রের ।