এবারের চন্দ্রমুখীতে থাকছেন রাইমা, কোন রহস্যের সঙ্গে পরিচয় করাবেন

'রাইমা' যেন এক স্বাধীন পথ চলা অভিনেত্রী। সুচিত্রা সেনের নাতনি হলে তাতেই বা কি, এখনও কোন কিছুর সঙ্গে আপোষ না করা একজন অভিনেত্রী হলেন রাইমা সেন। বরাবরই, নিজের শর্তে বাঁচেন…

Avatar

‘রাইমা’ যেন এক স্বাধীন পথ চলা অভিনেত্রী। সুচিত্রা সেনের নাতনি হলে তাতেই বা কি, এখনও কোন কিছুর সঙ্গে আপোষ না করা একজন অভিনেত্রী হলেন রাইমা সেন। বরাবরই, নিজের শর্তে বাঁচেন রাইমা। টলিউডের ইঁদুর দৌড়ে কখনো নামই লেখাননি অভিনেত্রী, কিন্তু দিয়েছেন একের পর এক ফাটাফাটি মুভি, ওয়েব সিরিজ, আরও কত কি। সিনেমা হোক বা সিরিজ, পছন্দ হলে তবেই অভিনয়ে সম্মতি দেন রাইমা।

এবারের চন্দ্রমুখীতে থাকছেন রাইমা, কোন রহস্যের সঙ্গে পরিচয় করাবেন

সম্প্রতি, ‘দ্বিতীয় পুরুষ’ সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা গেছে রাইমা সেনকে। এরপর দীর্ঘ লকডাউন, তাই নতুন চরিত্রে রাইমাকে পাওয়া না গেলেও, এবারে চন্দ্রমুখীর চরিত্রে দেখা যাবে রাইমা সেনকে। পরিচালক দেবালয় ভট্টাচার্যের ‘দেবদাস ও একটি খুনের গল্প’ ওয়েব সিরিজ়ে চন্দ্রমুখীর চরিত্রে প্রথমে ভাবা হয়েছিল সোহিনী সরকারকে। কিন্তু, পরবর্তীতে রাইমা সেনকেই চয়ন করা হয়।আগামী মাসেই শুটিং শুরু হওয়ায় কথা এই সিরিজ়ের।

 

View this post on Instagram

 

A post shared by Raima Sen (@raimasen) on

এই ওয়েব সিরিজ়টি একটু ভিন্ন ধরনের, এখানে দেবসদাস কোন মাদকে আসক্ত থাকবেন না। তবে কীসের নেশায় আসক্ত সে? গল্পের ঠিক এইখানেই রয়েছে ট্যুইস্ট। যাইহোক, এই গল্পে দেবদাসের চরিত্রে রয়েছেন অর্জুন চক্রবর্তী, পার্বতীর ভূমিকায় মধুমিতা সরকার।

এবারের চন্দ্রমুখীতে থাকছেন রাইমা, কোন রহস্যের সঙ্গে পরিচয় করাবেন