দুবাই: দীর্ঘ আলাপ-আলোচনার পর অবশেষে রবিবার প্রকাশিত হয়েছে আইপিএলের পূর্ণাঙ্গ সূচি। আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন। তারপরেই ১৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরশাহীতে বসতে চলেছে এবারের আইপিএল আসর। তবে ১৯ তারিখ থেকে আইপিএল শুরু হলেও কলকাতা নাইট রাইডার্স তাদের অভিযান শুরু করবে ২৩ সেপ্টেম্বর থেকে। বিপক্ষ দল মুম্বই ইন্ডিয়ান্স। তবে আইপিএল শুরুর আগে কেকেআরের ড্রেসিংরুমে কান পাতলে আলোচনার বিষয় একটাই, আন্দ্রে রাসেল। এবারে একইভাবে কি বিধ্বংসী পারফরম্যান্স করবেন রাসেল নাকি কিছুটা ফিকে হবে তাঁর পারফরম্যান্স? এই নিয়ে রীতিমতো চুলচেরা বিশ্লেষণ শুরু হয়েছে ক্রিকেটের অন্দরেও।
আর এই আলোচনাকে আরও একটু উস্কে দিলেন কেকেআরের চিফ মেন্টর ডেভিড হাসি। তিনি এ প্রসঙ্গে বলেছেন, ‘আমাদের ট্রামকার্ড হল রাসেল। ওর মধ্যে যা আত্মবিশ্বাস রয়েছে, সেটাকেই আমরা এবার কাজে লাগাবো। গতবার ওকে লোয়ার অর্ডারে খেলানোর জন্য যে সমস্যার সম্মুখীন হতে হয়েছিল দলকে, তা আশা করছি এবার হবে না। এবার ওকে ওর যোগ্য অর্ডারেই নামানো হবে। ও যাতে বেশী বল খেলতে পারে সেদিকে আমাদের লক্ষ্য থাকবে। কারণ আমি মনে করি ও যদি কমপক্ষে ৬০ বল খেলে, তাহলে ডবল সেঞ্চুরি করার মতো ক্ষমতা রয়েছে ওর।’ এভাবেই রাসেল প্রসঙ্গে বেশ আত্মবিশ্বাসী লাইট শিবিরের চিফ মেন্টর।
প্রসঙ্গত, কোটিপতি লিগে খেলতে নামার আগে এই মুহূর্তে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে নিজের ব্যাটে শান দিচ্ছেন রাসেল। এখন আসন্ন আইপিএলে তিনি কী জাদু দেখান, সেটাই দেখার।