মঙ্গলবার ৮/০৯/২০ এই দিনেই রিয়া চক্রবর্তীকে বিকেল ৩ঃ৪৫ নাগাদ গ্রেফতার করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। ইডি, সিবিআই ও এনসিবি-র লাগাতার জেরার মুখে রিয়াকে কার্যত স্বীকার করতে হয় তাঁর ড্রাগ সেবনের কথা। তিনি স্পষ্ট করে জানান তাঁর ড্রাগ লেনদেন ও সেবনের কথা। রিয়া জানিয়েছেন সুশান্ত মাদকাসক্ত ছিলেন, ফলে সৌভিক ও স্যামুয়েলকে দিয়েই মাদক আনানো হত। রিয়া এও জানিয়েছেন, সুশান্ত তাঁর হাউস পার্টিতে মাদক ব্যবহার করতেন সুশান্ত ও তাঁর বন্ধুরা। এমনকি রিয়ার ভাই সৌভিকও দাবি করেন, রিয়াই মাদক আনতে বলত। কিন্তু কিছুদিন আগেও রিয়া লাগাতার বলে গিয়েছিলেন যে তিনি ড্রাগ সেবন করতেন না এবং বেশীরভাগ প্রশ্নের উত্তরে ‘জানি না’ বলে জানিয়েছেন। সূত্রের খবর অনুযায়ী, রিয়াকে টানা ঘণ্টার পর ঘণ্টা জেরা করা হয় এবং সেই জেরার মুখে রিয়া চিৎকার করেন এবং কান্নাকাটি করেন।
সুশান্তের মৃত্যুর ৮৬ দিন পর গ্রেফতারি পরোয়ানা জারি হল মূল অভিযুক্ত রিয়া চক্রবর্তীর উপর। আগামী ১লা সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজত চাইল এনসিবি। নিজেদের হেফাজতে রাখতে চান না এনসিবি।