একদিকে শিবসেনা অন্যদিকে মুম্বাই পুলিস, সব মিলিয়ে কঙ্গনাকে সাঁড়াশি আক্রমন চালাচ্ছে মহারাষ্ট্র সরকার। কঙ্গনার মণিকর্ণিকা অফিস ভেঙে গুড়িয়ে দেওয়ার জন্য বিএমসির লোকজনের পাশাপাশি মুম্বই পুলিসের কর্মীরাও হাজির হন বলে সূত্রের খবর। কঙ্গনার মম্বাই পৌঁছনর আগেই তাঁর অফিস ভাঙ্গার পর্ব শুরু হয়ে গেছে বলে খবর। কেন্দ্রীয় সরকারের তরফে কঙ্গনাকে Y+ ক্যাটাগরির নিরাপত্তা সহ কঙ্গনা ফিরছেন বুধবার মুম্বাই। তবে ফেরার আগেই অফিস ভাঙ্গার কাজ শুরু করে দিয়েছে বিএমসি। তালা ভাঙ্গা হয়ে গেছে কঙ্গনার ব্রান্দার অফিসের। এমনকি বুল্ডোজার দিয়ে অফিস গুঁড়িয়ে দেওয়ার সমারাহ চলছে অত্যন্ত কৌশলের সঙ্গে।
উল্লেখ্য কঙ্গনা জানিয়েছেন তাঁর কাছে সমস্ত বৈধ কাগজ আছে। এবং তিনি এই ব্যপারে একটি ট্যুইটও করেন।
Now @mybmc has filed a caveat against me, really desperate to break my house, I deeply love what I built with so much passion over so many years but know that even if you break it my spirit will only get stronger …. GO ON … pic.twitter.com/7MQRQ5h0qO
— Kangana Ranaut (@KanganaTeam) September 8, 2020
এই ট্যুইট কে কেন্দ্র করে বিএমসির আধিকারিকরা হুমকি দেন যে কঙ্গনা যদি শিগগিরই এই ট্যুইট ডিলিট না করেন তবে তাঁর অফিস ভেঙে গুঁড়িয়ে দেওয়া হবে। যেমন বলা তেমন কাজ। ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়ার পর্ব চলছে কঙ্গনার বহু প্রতীক্ষিত অফিস। এদিকে কঙ্গনার আইনজীবী ট্যুইট করেছেন এই অফিস ভাঙ্গার পরিপ্রেক্ষিতে।
The BrihanMumbai Municipal Corporation (@mybmc) on Wednesday started demolishing the #Bandra office of #Bollywood actress #KanganaRanaut (@KanganaTeam) for alleged unauthorised modifications/extensions, officials said. pic.twitter.com/MAKXcPaLWa
— IANS Tweets (@ians_india) September 9, 2020
No work being carried out by Kangana Ranaut in her premises as falsely understood by you, so the notice issued by you as “Stop Work Notice” is absolutely bad-in-law & appears to have been issued only to intimidate her by misusing your dominant position: Kangana Ranaut’s lawyer https://t.co/qVDRL64MwF pic.twitter.com/HCNxNfZYd1
— ANI (@ANI) September 9, 2020