টগবগ করে ফুটছে বলিউড। ড্রাগের হাতছানিতে চারিদিক শুধু কালি কালি। একদিকে কঙ্গনার মুম্বাই অফিস ভাংচুর তো অন্যদিকে মন ভালো করার জন্য গান গাইলেন শ্রেয়া ঘোষাল। যেখানে বাণিজ্যে এত বড় ভাটা চলছে সেখানে শিল্প-কলা-সংস্কৃতি সব লাটে উঠে গেছে। মন ভালো নেই বলিউডের। তাতে আমার আপনার কি? এই করোনা পরিস্থিতে দুবেলা খেতে পাওয়া যাদের মুখ্য উদ্দেশ্য তাঁদের কাছে বলিউড গোল্লায় গেলেও কিসসু যায় আসে না, ঠিক তো?
তবে যারা কলার আরাধনা করেন, যারা সংস্কৃতি-র মান দেন তাঁদের কাছে বিদ্যাই সব। এই যেমন শ্রেয়া ঘোষাল। যার গলায় এমনই মিষ্টি ও সুরেলা যেখানে খালি গলায় গান হোক বা স্টুডিওতে মিক্সিং হোক, সবেতেই হিট। শ্রেয়া বলিউডের কোনও বিষয়েই মন্তব্য করেন না, তবে নিজের প্যাশনের উপর খুবই কমিটেড। আর তাই তিনি বাড়িতে থেকেই গান গেয়েছেন। এমনিতেই করোনা আবহয়ে সবাই গৃহবন্দী। তাই নিজের প্যাশনকে খালি গলায় মাঝে মধ্যে ঝালিয়ে নেন শ্রেয়া ঘোষাল। চলুন শুনে নিই তাঁর খালি গলার গান, “তেরে নেয়না বড়ে হি কাতিল”।