“দেখেছি রূপ সাগরে মনের মানুষ কাঁচা সোনা, তারে ধরি ধরি, মনে করি, ধরতে গেলে আর মেলে না।” বয়স প্রায় ৪০ ছুঁই ছুঁই, কিন্তু কে ধরতে পারবে এই অভিনেত্রীর বয়স? ওপার বাংলার সাড়াজাগানো অভিনেত্রী এপার বাংলাতে এসেও বাজিমাত করেছেন জয়া আহসান। বলেছেন, “অভিনয় আমার ইবাদত”।
পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘বিসর্জন’ এর জন্য আমেরিকার ম্যাসাচুসেটস-এর ‘ক্যালেডোস্কোপ ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল’-এ সেরা অভিনেত্রীর পুরস্কারটি পেয়েছেন জয়া আহসান।
ওপার বাংলার নায়িকা তো কি হয়েছে, এখন তিনি এপার বাংলার পুরুষদের ও মহিলাদের মনের মণিকোঠায় রয়েছেন। নিত্যদিন সোশ্যাল মিডিয়ায় একের পর এক লুকস নিয়ে হাজির হয়ে যান জয়া। কখনও ওয়েস্টার্ন লুকে তো কখনো আফগানি বধূর রূপে সেজে বাজিমাত করছেন অভিনেত্রী।
View this post on Instagram
View this post on Instagram
কোকোকোলার বিজ্ঞাপনে প্রথম দেখা মিলেছিল জয়ার। তারপর থেকেই তরতর করে চড়েছে জয়ার পারদ। মডেলিং দিয়েই নিজের কেরিয়ার শুরু করেছিলেন জয়া, এরপর বিভিন্ন টেলি সিরিয়ালে অভিনয় করেন।
View this post on Instagram
এপার বাংলায় জয়া ‘আবর্ত’ সিনেমা দিয়েই টলিপাড়ায় পা রাখেন। আর ফিরে থাকতে হয়নি। একের পর এক বাংলা সিনেমা যেমন বিসর্জন, রাজকাহিনী, রবিবার, ক্রিসক্রস, কন্ঠ তে তাঁর মন ভোলানো অভিনয় সকলের নজর কেড়েছে।
View this post on Instagram