Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

কৃষকদের জন্য আগাম পেনশনের ঘোষণা রাজ্য সরকারের

কলকাতা: দীর্ঘ সময়ের লকডাউন এবং উদ্বেগজনক করোনা পরিস্থিতির কারণে রাজ্যের কৃষক ও মৎস্যজীবীদের কার্যত বেঁচে থাকা দায় হয়ে উঠেছে। আর তাই এবার কৃষক ও মৎস্যজীবীদের জন্য নতুন ভাবনা নিয়ে এসেছে…

Avatar

কলকাতা: দীর্ঘ সময়ের লকডাউন এবং উদ্বেগজনক করোনা পরিস্থিতির কারণে রাজ্যের কৃষক ও মৎস্যজীবীদের কার্যত বেঁচে থাকা দায় হয়ে উঠেছে। আর তাই এবার কৃষক ও মৎস্যজীবীদের জন্য নতুন ভাবনা নিয়ে এসেছে রাজ্য সরকার। পুজোর আগে কৃষক ও মৎস্যজীবীদের জন্য আগাম পেনশনের ব্যবস্থা করতে চলেছে রাজ্য সরকার।

শুধুমাত্র করোনা ভাইরাস নয়, আমফানের কারণেও রাজ্যে কৃষক ও মৎস্যজীবীদের অবস্থা অত্যন্ত খারাপ। তাই রাজ্য সরকারের পক্ষ থেকে এই আগাম পেনশনের কথা ঘোষণা করা হয়েছে। জানা গিয়েছে, আগামী দু’মাস অর্থাৎ অক্টোবর-নভেম্বর মাসে প্রত্যেক মৎস্যজীবী দু’হাজার টাকা করে রাজ্য সরকারের তরফ থেকে আগাম পেনশন বাবদ পাবে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এই বিষয়ে রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র জানান, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। করোনা ভাইরাস ও আমফানের জেরে রাজ্যে কৃষক ও মৎস্যজীবীরা অত্যন্ত সংকটের মধ্যে রয়েছে। আর তাই তাদের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুজোর আগে এই আগাম পেনশন প্রত্যেক কৃষক ও মৎস্যজীবীদের পরিবারে হাসি ফোটাবে বলে আমরা আশাবাদী।’

বছর শেষ হলেই বিধানসভা নির্বাচন। আর তাই তার আগে কৃষক ও মৎস্যজীবী ভোটারদের নিজেদের হাতে রাখতে এমন পদক্ষেপ নিয়েছে তৃণমূল-কংগ্রেস, এমনটাই মনে করছে বিরোধী শিবির বিজেপি। ভোটব্যাঙ্ক গোছাতে না আক্ষরিক অর্থে কৃষক ও মৎস্যজীবীদের পাশে দাঁড়াতেই এই পদক্ষেপ তা নিয়ে রীতিমত জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। তবে যাই হোক রাজ্য সরকারের এই ঘোষণা কৃষক ও মৎস্যজীবীদের একটু হলেও স্বস্তি দিয়েছে, তা বলাই যায়।

About Author