মালদা: আল কায়দা জঙ্গি সংগঠনগুলির মধ্যে এক অন্যতম জঙ্গি সংগঠনের নাম। ভারতের কাছে কার্যত এই নাম ত্রাস। বেশ কিছুদিন আগে আবু সুফিয়ান নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে এনআইএ। পেশায় কাঠমিস্ত্রি। তার সঙ্গে যোগ পাওয়া গিয়েছে আল কায়দার। আর এবার এই ধৃত ব্যক্তির বাড়ি থেকে মিলল বহু সংখ্যক অস্ত্রের হদিশ। শুধু তাই নয়, কার্যত অস্ত্র তৈরির কারখানার হদিশ মিলেছে সেখানে।
এর আগেও রানিনগরের এই জায়গা থেকে বাঙ্কার খুঁজে পেয়েছিল এনআইএ। সেখানে বসেই ভার্চুয়ালি জঙ্গী সংগঠনের কাজ করত আবু সুফিয়ান। আর এবার সেখানেই মিলল অস্ত্র তৈরির কারখানার হদিশ। বিভিন্ন আগ্নেয়াস্ত্র ছাড়াও রকেট লঞ্চার বোমা তৈরি হত সেখানে, এমনটাও জানা গিয়েছে।
আজ, বুধবার এই ঘটনার পরিপ্রেক্ষিতে মালদার বিভিন্ন জায়গায় কার্যত হানা দিতে পারে এনআইএর দল। দফায় দফায় আবু সুফিয়ানকে জিজ্ঞাসাবাদ করে সূত্র বার করার চেষ্টা করা হচ্ছে বলে জানা গিয়েছে। পরবর্তীকালে আরও বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য উঠে আসবে বলেও মনে করছে এনআইএ।