আজ আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স। টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা। আইপিএলের ওপেনিং ম্যাচে এই মাঠেই চেন্নাই সুপার কিংসের কাছে হেরে যায় তারা। ফলে এই মাঠের পরিস্থিতির সঙ্গে তারা পূর্ব পরিচিত। তাই তাঁরাও প্রথমে বল করতে চেয়েছিলেন।শিশির একটি বড় ফ্যাক্টর হবে বলে মনে করছেন দুই অধিনায়কই। শেষে ব্যাট করা দল অতিরিক্ত সাহায্য পাবে বলে তাঁদের মত। রাসেল,নারিন,মর্গান, এবং কামিন্স এই চার বিদেশীকে নিয়ে মাঠে নামছে কোলকাতা। মুম্বাই দলে কোনো পরিবর্তন হয়নি।
মুম্বাই ইন্ডিয়ান্স: রোহিত শর্মা(অধিনায়ক), কুইন্টন ডি কক (উইকেট রক্ষক),সূর্যকুমার যাদব,সৌরভ তিওয়ারি, ক্রুনাল পান্ডেয়া ,হার্দিক পান্ডেয়া, কিরণ পোলার্ড, ট্রেন্ট বোল্ট,রাহুল চাহার,জসপ্রীত বুমরা, জেমস প্যাটিনসন।
কলকাতা নাইট রাইডার্স: সুনীল নারিন, শুভমান গিল, নীতীশ রানা,ইয়ন মর্গান,আন্দ্রে রাসেল,দীনেশ কার্তিক (অধিনায়ক+উইকেটরক্ষক), নিখিল নায়েক, প্যাট কামিন্স, কুলদীপ যাদব,শিবম মাভি ,সন্দীপ ওয়ারিয়র।