কলকাতা: দীর্ঘ লকডাউনের পর চলছে ‘আনলক ফোর’। নিউ নর্ম্যাল পরিস্থিতির মধ্য দিয়ে জীবন অতিবাহিত করছে সকলে। এমন সময় রেল পরিষেবা এখনও পর্যন্ত বন্ধ থাকলেও কলকাতায় চালু হয়ে গিয়েছে মেট্রো পরিষেবা। সামাজ এর দূরত্ববিধি এবং অন্যান্য স্বাস্থ্যবিধি মেনেই মেট্রো পরিষেবা দেওয়া হচ্ছে। আর এবার সেই পরিষেবা আরও একটু বাড়ানো হল। সোমবার থেকে বাড়ানো হচ্ছে মেট্রো রেকের সংখ্যা। এর পাশাপাশি শেষ মেট্রো ছাড়ার সময়ও বাড়ানো হবে এদিন থেকে।
জানা গিয়েছে, এখন ৫৫ আপ, ৫৫ ডাউন – মোট ১১০ টি ট্রেন চলে। কবে সোমবার থেকে মোট ১১৬টি ট্রেন চলবে। এ ক্ষেত্রে ৫৮ আপ, ৫৮ ডাউন ট্রেন চালানো হবে। এদিকে শেষ মেট্রো সন্ধে সাতটার বদলে দু’প্রান্ত অর্থাৎ কবি সুভাষ এবং নোয়াপাড়া থেকে সাড়ে সাতটায় ছাড়বে। ৭টার পর অর্থাৎ ৭:১০, ৭:২০ ও ৭:৩০-এ তিনটি বাড়তি ট্রেন চালানো হবে দুদিক থেকেই। ফলে দুদিক থেকেই শেষ মেট্রো অন্তিম স্টেশনে ঢুকবে রাত আটটার পর।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowমেট্রোর রেক বাড়ানো এবং শেষ মেট্রো ছাড়ার সময়সীমা বাড়ানোর ফলে যাত্রীরা অতিরিক্ত সুবিধা পাবে বলে মনে করছে মেট্রো কর্তৃপক্ষ। দীর্ঘ লকডাউনের পর সমস্তরকম স্বাস্থ্যবিধি মেনে যেভাবে মেট্রো পরিষেবা দেওয়া হচ্ছে, তাতে খুশি যাত্রীরা। এমনকি অফিস টাইমে অসম্ভব ভিড়কে এড়ানো সম্ভব হচ্ছে বলেও বেজায় খুশি সকলে।নিউ নর্ম্যাল পরিস্থিতিতে যখন ট্রেন পরিষেবা এখনও বন্ধ, তখন মেট্রো পরিষেবা চালু হওয়ায় অফিসে যাতায়াতের ক্ষেত্রে ব্যাপক সুবিধা হচ্ছে যাত্রীদের। আর সোমবার থেকে যে সময়সীমা ও রেক বাড়ানো হবে, তাতে সকলে আরও বেশি সুবিধা পাবে বলে আশাবাদী কলকাতা মেট্রো কর্তৃপক্ষ।