ক্রিকেটখেলা

রাশিদের ঘূর্নিতে ১৫ রানে হার দিল্লি ক্যাপিটালসের

Advertisement

মরসুমের প্রথম জয় পেল সানরাইজার্স হায়দ্রাবাদ। গতকাল আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হয় তারা। টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় দিল্লি অধিনায়ক শ্রেয়স আইয়ার। ব্যাট করতে নেমে দারুন শুরু করে হায়দ্রাবাদ। ৭৭ রানের ওপেনিং পার্টনারশিপ হয় ওয়ার্নার এবং বেয়ারিস্টোর মধ্যে। ৪৫ রান করেন ওয়ার্নার। বেয়ারিস্টো করেন ৫৩ রান। এর পর দলের হাল ধরেন সানরাইজার্স এর প্রাক্তন অধিনায়ক কেন উইলিয়ামসন। ২৬ বলে ৪১ রান করে নির্ধারিত ২০ ওভারে দলকে ১৬২ রানের স্কোরে পৌঁছে দেন তিনি। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই পৃথ্বী সাউ এর উইকেট হারায় দিল্লি। ভুবনেশ্বর কুমারের বলে কট বিহাইন্ড হন তিনি।

এরপর শিখর ধাওয়ান এবং শ্রেয়াস আইয়ার ৪০ রানের পার্টনারশিপ দিয়ে হাল ধরার চেষ্টা করেন। কিন্তু ৩৪ রানের মাথায় আউট হন ধাওয়ান এবং ১৭ রান করে ফেরেন দিল্লি অধিনায়ক। এরপর আর কোনও ব্যাটসম্যানই বড় রান করতে পারেননি। রিশভ পান্থ ২৮ এবং হেটমায়ার ২১ রান করে আউট হন। ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১৪৭ রান করতে সক্ষম হয় দিল্লি ক্যাপিটালস। দিল্লিকে ১৫ রানে হারিয়ে মরসুমের প্রথম ম্যাচ জিতে নেয় হায়দ্রাবাদ। অফ ফর্ম কাটিয়ে এদিন ছন্দে ফিরে আসেন ভুবনেশ্বর কুমার। ৪ ওভার বল করে ২৫ রান দিয়ে দু’উইকেট নেন তিনি। এদিন দুরন্ত বল করেন রশিদ খান ও। একাই দিল্লির ব্যাটিং লাইন আপের মজ্জা ভেঙে দেন তিনি। ৪ ওভার বল করে দেন মাত্র ১৪ রান। এবং তুলে নেন গুরুত্বপূর্ণ ৩ টি উইকেট। তাঁর এই পারফরম্যান্সের জন্য ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন। সংক্ষিপ্ত স্কোর:

সানরাইজার্স হায়দ্রাবাদ: ১৬২/৪(২০.০) জনি বেয়ারিস্টো ৫৩(৪৮), কেন উইলিয়ামসন ৪১(৩৬)
কাগিসো রাবাডা ৪-০-২১-২
অমিত মিশ্র ৪-০-৩৫-২
দিল্লি ক্যাপিটালস: শিখর ধাওয়ান ৩৪(৩১) পান্থ ২৮(২৭)
রশিদ খান ৪-০-১৪-৩
ভুবনেশ্বর কুমার ৪-০-২৫-২
ম্যাচের সেরা: রশিদ খান

Related Articles

Back to top button