কলকাতা: গতকাল, বুধবার থেকেই বিজেপির নবান্ন অভিযান নিয়ে রাজনৈতিক মহল তোলপাড়। এমনকি বিজেপির নবান্ন অভিযানের ওপর ভিত্তি করে দু’দিন নবান্নের কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। যদিও স্যানিটেশন এবং থার্মাল স্ক্রিনিংয়ের যুক্তি দিয়ে রাইটার্স ও নবান্ন বন্ধ রাখার কথা ঘোষণা করেছে রাজ্য। তবুও বিজেপিকে ভয় পেয়ে শাসক দলের এই সিদ্ধান্ত, এমনটাই বিজেপির দলীয় নেতৃত্ব দাবি করেছে। আগামী বছর বিধানসভা নির্বাচন। তাই বিজেপির নজরে একুশ। আর তাই তার আগে এই নবান্ন অভিযান যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। আজ, বৃহস্পতিবার সকাল থেকেই বিজেপি যুব মোর্চার ডাকা এই নবান্ন অভিযান ঘিরে তত্পর হাওড়া কমিশনারেটের পুলিশ। মিছিল আটকাতে সবকটি গুরুত্বপূর্ণ জায়গায় বসেছে ব্যারিকেড। মোতায়েন কমব্যাট ফোর্স। তবুও আটকানো গেল না মহিলা মোর্চার নেত্রীদের। সকাল সাড়ে দশটা নাগাদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে বিজেপি মহিলা মোর্চা নেত্রীরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। সেই ঘিরেই এই মুহূর্তে উত্তেজনার পারদ আরও চরমে উঠেছে।
জানা গিয়েছে, কালীঘাট মন্দিরের রাস্তা দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে প্রবেশ করেন মহিলা মোর্চার নেত্রীরা। তারপর সেখানে দফায় দফায় বিক্ষোভ দেখাতে শুরু করেন তারা। এমনকি ওঠে ‘জয় শ্রীরাম’ স্লোগানও। পুলিশের সঙ্গে ধরপাকড় হয়েছে মহিলা মোর্চার নেত্রীদের। তাদেরকে সেখান থেকে সরাতে খুব একটা সক্ষম হয়নি রাজ্য পুলিশ। দীর্ঘক্ষণ সেখানে বিক্ষোভ দেখানো হয়। যদিও এ বিষয়ে রাজ্য সরকার বা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে এখনও পর্যন্ত সরাসরি কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে সব মিলিয়ে আজকে বিজেপির এই নবান্ন অভিযান ঘিরে রাজনৈতিক মহলে উত্তেজনার পারদ ক্ষণে ক্ষণে চড়ছে, এমনটা বলাই যায়।