দুবাই: মহেন্দ্র সিং ধোনির পর ভারতের অধিনায়কত্ব সামলাচ্ছেন বিরাট কোহলি। কিন্তু তাও তাকে ধোনির উত্তরসূরি বলা হচ্ছে না। বরং ঋষভ পন্থ, লোকেশ রাহুল কিংবা সঞ্জু স্যামসনের মধ্যে ধোনির উত্তরসূরি খোঁজার চেষ্টা করছে ক্রিকেটমহল। আর এবার সেই চেষ্টা করলেন কিংবদন্তি ক্রিকেটার ব্রায়ান লারাও।
তরুণ তিন ক্রিকেটার সম্পর্কে পরিষ্কার ভাষায় বক্তব্য রেখেছেন লারা। কেল রাহুল সম্পর্কে তিনি বলেছেন, ‘রাহুল ভারতীয় দলের খেলার জন্য কিপিং নিয়ে ভাবে না। ও ভাল ব্যাটসম্যান। ব্যাটিংয়ের দিকে মনোযোগ দিলে ওর আরও উন্নতি হবে।’
সঞ্জু স্যামসন সম্পর্কে লারার মত, ‘ও ভাল ব্যাটসম্যান। আর সেটাতে মন দিতেই ও কিপিং করছে না। তবে বোলারদের সামলানোর ক্ষমতা ওর আছে। ওর ভবিষ্যৎ উজ্জ্বল।’
আর ঋষভ পন্থ সম্পর্কে লারার মত, ‘ওকে দেখে এখন বেশ ভাল লাগে। ওর অনেকটা উন্নতি হয়েছে। অনেক পরিণত হয়েছে ও। শট বাছাইয়ের ক্ষেত্রেও ওর পরিনত ভাব প্রকাশ পায়। এই ধারাবাহিকতা ও বজায় রাখতে পারলে ভবিষ্যতের এক নম্বর ক্রিকেটার হবে ও।’ এভাবেই যে তিন তরুণ ক্রিকেটার নিয়ে ধোনীর উত্তরসূরি বাছার চেষ্টা চালাচ্ছে ক্রিকেটমহল, তাদের সম্পর্কে নিজের ধারণা ব্যক্ত করলেন ব্রায়ান লারা।