Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

সুশান্তের মৃত্যুর মামলায় করণ জোহর সহ ৭ বলিউড সেলেবকে নোটিশ

Updated :  Wednesday, October 14, 2020 9:12 AM

যেদিন এইমস AIIMS জানিয়ে দেয় খুন হননি অভিনেতা সুশান্ত, আত্মহত্যা করেন তিনি সেদিন থেকে গোটা বলিউড ফুঁসে উঠেছে মিডিয়ার উপর। এখনও পর্যন্ত ৩৮ টি প্রযোজক সংস্থা দিল্লি হাইকোর্টে পিটিশন জমা দিয়েছে মিডিয়ার বিরুদ্ধে। আমির, সালমান, শাহরুখ, অক্ষয়, এঁদের দাবী, বলিউডকে নিন্দা করা হচ্ছে। বলিউডের অপপ্রচার চলছে। এইদিকে যেমন নতুন যুদ্ধের সূত্রপাত, অন্যদিকে সুশান্ত মৃত্যু মামলায় কর্ণ জোহর সহ সাত বলিউড সেলেবকে নোটিশ বিহারের আদালত।

প্রয়াত অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যু মামলায় বিহারের মুজফফরপুরের এডিজে আদালত গত সোমবার বলিউডের নামী দামী পরিচালক কর্ণ জোহর, সঞ্জয়লীলা বনশালী, আদিত্য চোপড়া ও একতা কপূর সহ সাত বলিউড সেলিব্রিটিকে নোটিশ পাঠায়। এর আগেও নেপোটিসম নিয়ে বড় বাকযুদ্ধ শুরু হয়েছে। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর স্বজনপোষণ নিয়ে বলিউডে ঝড় বয়ে যায়। তাবড় তাবড় প্রযোজকদের কোণঠাসা করা হয়। সেই আঁচ এখনও নেভেনি।

সুশান্তের মৃত্যুর মামলায় ষড়যন্ত্রের অভিযোগ্‌ মুজফফরপুর আদালতে, এই ব্যপারে অ্যাডভোকেট সুধীর কুমার ওঝা জানান মামলার পরবর্তী শুনানি আগামী ২১ অক্টোবর। এই নোটিশ অনুসারে বলা হয়েছে, উল্লিখিত বলিউড প্রযোজকদের আগামী ২১ অক্টোবর আদালতে সশরীরে অথবা তাঁদের অ্যাডভোকেটের মাধ্যমে সকাল সাড়ে দশটায়। আদালতে উপস্থিত না হতে পারলে এক তরফা শুনানির মাধ্যমে পরবর্তী নির্দেশ দেওয়া হতে পারে।