প্রথম থেকেই রাজ্যপাল এর সাথে শাসক দল তৃণমূল এর সম্পর্ক আদায় কাচ কলায়। বলা ভালো একাধিক বিষয় নিয়ে দুই তরফে বাগ বিতণ্ডা লেগেই থাকে। আর এবার পার্থ চট্টোপাধ্যায়ের অভিযোগ, আরএসএসের নির্দেশ মেনে কাজ করছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। প্রসঙ্গত, রাজ্যের চলমান পরিস্থিতি এবং নিয়ম কানুন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে টুইট করেছেন রাজ্যপাল জগদীপ ধনখড়।
যেখানে মমতাকে কটাক্ষ করে তিনি বলছেন ”পশ্চিমবঙ্গ আলকায়দা জঙ্গি ও বেআইনি বোমার স্বর্গরাজ্য হয়ে উঠেছে। অবসরপ্রাপ্ত আইপিএস সুরজিৎকর পুরকায়স্থকে রাজ্যের নিরাপত্তা উপদেষ্টা ও রিনা মিত্রকে মুখ্য উপদেষ্টা করা হলেও এসব ঘটে চলেছে।” এই টুইটে একটা সরকারি চিঠিও টুইট করেছেন রাজ্যপালট, লেখা আছে “আরএসএস সুধীর”।
As a governor of any Indian state, one is expected to be a detached figure, not intimately connected with the local politics of the state. And then we have @jdhankhar1 ji, who, under @BJP4India’s thumb, directly takes orders from the RSS! pic.twitter.com/bDb4EWVb64
— Partha Chatterjee (@itspcofficial) October 15, 2020
আর এই লেখা দেখার পরেই তেলে বেগুনে জ্বলে উঠেছে তৃণমূল। উল্টে পার্থ চট্টোপাধ্যায় লিখেছেন, “বিজেপির ইশারায় কাজ করছেন জগদীপ ধনখড়। সরাসরি আরএসএসের কাছ থেকে নির্দেশ নিচ্ছেন। স্থানীয় রাজনীতির সঙ্গে নিজেকে জড়িত রাখা উচিত নয় রাজ্যপালের”। গত সপ্তাহতেই বিজেপির নবান্ন অভিযানে গিয়ে অস্ত্র-সহ ধরা পড়েছে প্রাক্তণ সেনাকর্মী বলবিন্দর সিং। প্রাক্তন সেনাকর্মী বলবিন্দর সিংয়ের ঘটনা নিয়ে ক্রমশই জলঘোলা হচ্ছে।
এমনকি পাগড়ি খোলার বিরুদ্ধে কলকাতায় আসেন এক শিখ প্রতিনিধি দল এবং তাঁরা রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গেও দেখা করেন। এরপরেই অবশ্য শিখ প্রতিনিধি দলের সঙ্গে দেখা হওয়ার বিষয় নিয়ে মুখ খোলেন পার্থ চট্টপাধ্যায়। তিনি জানান এই ঘটনা নিয়েও জঘন্য রাজনীতি হচ্ছে, প্রতিদিনই রাজভবনে বসে বাংলাকে অপমান করছেন রাজ্যপাল। রাজ্যপাল রাজভবনের ঐতিহ্য নষ্ট করছেন। দোষীদের কোনও সম্প্রদায় থাকে না।