আরবাজ খান কি বিবাহ বিচ্ছেদের পরেও মালাইকাকে চেয়েছিলেন? ফাঁস হল ব্যক্তিগত তথ্য

৪৭ এ পা রাখেন মালাইকা। এখনও তন্বী, সুন্দরী, চিরযৌবনা। বর্তমানে মালাইকা অর্জুন কাপুরের চর্চিত বান্ধবী। আরবাজ খানের সঙ্গে ২০১৭ তে তালাক হয়। এরপর অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কে জড়িয়ে যান ছাইয়া…

Avatar

৪৭ এ পা রাখেন মালাইকা। এখনও তন্বী, সুন্দরী, চিরযৌবনা। বর্তমানে মালাইকা অর্জুন কাপুরের চর্চিত বান্ধবী। আরবাজ খানের সঙ্গে ২০১৭ তে তালাক হয়। এরপর অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কে জড়িয়ে যান ছাইয়া ছাইয়া গার্ল। সম্প্রতি মালাইকার পুরনো সম্পর্কের গসিপ আবার ফিরে এসেছে। ডিভোর্সের পরেও নাকি মালাইকাকে কাছে চাইতেন আরবাজ। এমন গুঞ্জন শোনা গেছে যে এক ড্রাইভারকে নজরদারির দ্বায়িত্বে রেখেছিলেন আরবাজ খান। মালাইকা তার গাড়ির চালক মুকেশকে ব্যক্তিগত তথ্য ফাঁস করার জন্য সন্দেহ পর্যন্ত করতেন। এমনকি এও তথ্য সামনে আসে যে মালাইকার ব্যক্তিগত তথ্য ফাঁস করার জন্য মুকেশকে হুমকিও দিয়েছিলেন।

আরবাজ খান কি বিবাহ বিচ্ছেদের পরেও মালাইকাকে চেয়েছিলেন? ফাঁস হল ব্যক্তিগত তথ্য

আপাতত মালাইকা একাই রয়েছেন। কিন্তু অরজুন-মালাইকার ঘনিষ্ঠতা নিয়ে গুঞ্জন তুঙ্গে। দুইজনকে একাধিকবার অনেক স্থানে দেখা গেছে। কখনো শপিং মল, তো কখনো সমুদ্র সৈকত তো কখনো পার্টি। এমনকি অর্জুন কাপুরের কোভিড ১৯ এর রিপোর্ট পজিটিভ আসার পর মালাইকার রিপোর্টও পজিটিভ আসে। এই নিয়ে গুঞ্জন আরও চরমে পৌঁছায়।

আরবাজ খান কি বিবাহ বিচ্ছেদের পরেও মালাইকাকে চেয়েছিলেন? ফাঁস হল ব্যক্তিগত তথ্য

এদিকে একটা পুরনো মজার ঘটনা না বললেই নয়, ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানে অর্জুন কাপুরের কাছে করণ জোহর জানতে চান, ‘অর্জুন, আপনি সিঙ্গেল?’ জবাবে অর্জুন কাপুর বললেন, ‘না, আমি সিঙ্গেল না।’ এদিকে এই গুঞ্জন গিয়ে পৌঁছায় বিয়ে পর্যন্ত। অবশ্য করোনা আবহয়ে সব প্ল্যান চৌপাট হয়ে যায়।

আরবাজ খান কি বিবাহ বিচ্ছেদের পরেও মালাইকাকে চেয়েছিলেন? ফাঁস হল ব্যক্তিগত তথ্য